shono
Advertisement

Breaking News

‘জুতো হাতে তোলা সেলফি ফটোশপের কারিকুরি’ অমিতাভের টুইটে বিতর্ক

বিগ বি-র দাবি মানতে নারাজ নেটিজেনদের একাংশ৷ The post ‘জুতো হাতে তোলা সেলফি ফটোশপের কারিকুরি’ অমিতাভের টুইটে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:17 PM Feb 04, 2019Updated: 03:17 PM Feb 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ কি চায়? কীভাবে সুখী হতে পারে তারা? এই প্রশ্নের বোধহয় কোনও নির্দিষ্ট উত্তর হতে পারে না৷ বহু বিতর্কিত এই প্রশ্নের উত্তর খুঁজে দিয়েছে একটি সেলফি৷ অবাক হচ্ছেন? ভাবছেন এ আবার কী? ওই সেলফি উত্তর দিয়েছে, ভাল থাকতে চাইলে শুধুমাত্র মনের কথা শুনুন৷ 
সম্প্রতি কচিকাঁচাদের হাসিমুখের একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ ওই ছবিটিতে দেখা যায় পাঁচটি শিশু ছাপোষা পোশাকে গ্রামের রাস্তার ভিতর দাঁড়িয়ে সেলফি তুলছে৷ তবে তাদের হাতে স্মার্টফোন নেই৷ তাতে তাদের দুঃখও নেই৷ বরং মুখে চোখে হাসির ঝিলিক৷ স্মার্টফোন নেই তো কী? জুতো হাতেই সেলফি তোলে খুদেরা৷ কোনও অজ্ঞাতপরিচয় এক আলোকচিত্রী দূর থেকে কচিকাঁচাদের কীর্তি ফ্রেমবন্দি করেন৷ নেটদুনিয়ার দৌলতে ছবিটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ ছবি দেখে বেশ খুশি হয়েছেন নেটিজেনরা৷ মন যা চায় তা করলেই খুশি থাকা যায়, এই ছবি দেখে এমনই প্রতিক্রিয়া অনেকের৷

Advertisement

[‘প্রেমিকা’কে একাত্ম করে রাখতে আস্ত দেহ গিলে ফেলল যুবক!]

একই সুর অনুপম খেরের গলাতেও৷ তিনি বি-টাউনের তারকাদের মধ্যে প্রথম ছবিটি টুইটারে শেয়ার করেন৷

এরপর একে একে বোমান ইরানি, সুনীল শেট্টি ওই ছবি টুইট করেন৷ মানসিক শান্তি সুখী জীবনের চাবিকাঠি বলেই দাবি সকলের৷

কিন্তু স্লিপার সেলফি প্রসঙ্গে উলটো স্রোতে হাঁটছেন অমিতাভ বচ্চন৷ তাঁর মন্তব্য, এই ছবিটিকে ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে৷ যে শিশুটি জুতো হাতে দাঁড়িয়ে রয়েছে তার দু’টি হাতে বিস্তর ফারাক রয়েছে৷ ফটোশপ করা কোনও ছবি নিয়ে নেটিজেনদের মাতামাতি না করার পরামর্শও দিয়েছেন বিগ বি৷

যদিও বিগ বি-র কথা মানতে পারছেন না নেটিজেনদের একাংশ৷ তাঁদের দাবি, ভাইরাল হওয়া ‘স্লিপার সেলফি’-র মাধ্যমে কচিকাঁচারা বুঝিয়ে দিয়েছে মন চাইলেই সুখী হওয়া যায়৷ বিনা কারণেই ফটোশপের তত্ত্ব খাড়া করে বিতর্ক তৈরির চেষ্টা করছেন অমিতাভ, অভিযোগের সুর নেটিজেনদের গলায়৷

The post ‘জুতো হাতে তোলা সেলফি ফটোশপের কারিকুরি’ অমিতাভের টুইটে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement