shono
Advertisement

‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অমিতাভ, ঘোষণা কেন্দ্রের

খবরে আপ্লুত অভিনেতার অনুরাগীরা, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা৷ The post ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অমিতাভ, ঘোষণা কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:24 PM Sep 24, 2019Updated: 08:30 PM Sep 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য এবার দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা অমিতাভ বচ্চন৷ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ‘‘ভারতের দুই প্রজন্মকে দীর্ঘদিন ধরে বিনোদন দিচ্ছেন এবং উদ্বুদ্ধ করে চলেছেন অমিতাভ বচ্চন, সেইজন্য সর্বসম্মতভাবে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন তিনি৷ সমগ্র দেশ ও আন্তর্জাতিক মহল এই সিদ্ধান্তে খুশি৷ ওঁকে মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি৷’’

Advertisement

[ আরও পড়ুন: নিখিল-নুসরতের বিয়ের নতুন ভিডিও, প্রকাশ্যে দাম্পত্য খুনসুটি ]

বলিউডের ‘শাহেনশাহ’ ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ এই শিরোপা পাওয়ায় স্বভাবতই খুশি তাঁর অনুরাগীরা৷ অভিনেতা অনিল কাপুর থেকে শুরু করে পরিচালক সুজিত সরকার, মধুর ভান্ডারকর, সকলেই ‘বিগ বি’কে শুভেচ্ছা জানিয়েছেন৷ সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেতার অনুরাগীরা৷ ১৯৬৯-তে বিখ্যাত পরিচালক মৃণাল সেনের জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি ‘ভুবন সোম’এ কথক হিসাবে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেছিলেন অমিতাভ বচ্চন৷ পার্শ্ব অভিনেতার চরিত্রে প্রথমবার আত্মপ্রকাশ করেন ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে৷ এরপর ১৯৭১-এ সুপারস্টার রাজেশ খান্নার বিপরীতে ‘আনন্দ’ ছবিতে কাজ করেন তিনি৷ এবং এই ছবির জন্যই সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে প্রথম ‘ফিল্ম ফেয়ার’ পুরস্কারও পান৷ এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ একের পর এক হিট, ব্লকবাস্টার, সুপারহিট সিনেমা ভারতীয় দর্শকদের উপহার দেন অমিতাভ বচ্চন৷ অভিনয় শৈলিতে মন জয় করে নেন, দেশ তথা বিদেশের দর্শকদের৷ বলিউডের হেন কোনও পুরস্কার নেই, যা তাঁর ঝুলিতে নেই৷ 

[ আরও পড়ুন: ‘বিগ বস’-এর প্রচারে গিয়ে সাংবাদিকের সঙ্গে বচসায় জড়ালেন সলমন, দিলেন হুমকিও ]

১৯৮৪-তে ভারত সরকারের তরফে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মান দেওয়া হয়৷ এরপর ২০০১-এ ‘পদ্মভূষণ’ এবং ২০১৫-তে ‘পদ্মবিভূষণ’ পান৷ ২০০৭-এ ফ্রান্স সরকারের তরফে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘নাইট অফ দি লেজিয়ন অফ অনার’ সম্মান প্রদান করা হয় তাঁকে৷ ৭৬ বছর বয়সেও সমান ভাবে কাজ করে চলেছেন ভারতীয় চলচ্চিত্রের এই লিভিং লেজেন্ট৷ ২০২০-তে মুক্তি পাবে তাঁর পরবর্তী সিনেমা, আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনিত ‘ব্রহ্মাস্ত্র’৷

The post ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অমিতাভ, ঘোষণা কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার