সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর পর বিমানে হুমকি ফোন। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। এসবের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানে মিলল কার্তুজ। চাঞ্চল্য দিল্লি বিমানবন্দরে।
সূত্রের খবর, গত ২৭ অক্টোবর এয়ার ইন্ডিয়ার A1916 এয়ারবাস দুবাই থেকে নয়াদিল্লি এসেছিল। উড়ানটির অবতরণের পরে সব যাত্রীরা নিরাপদে নেমেও গিয়েছিলেন। সেই বিমানের ভিতরে একটি আসন থেকে উদ্ধার হয়েছে কার্তুজ। বিমানের আসনের পাশের পকেটে ওই কার্তুজটি পাওয়া গিয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে বিধি মেনে এয়ারপোর্ট পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার এয়ার ইন্ডিয়ার মুখপাত্র পুরো ঘটনাটি জানিয়েছেন।
এয়ার ইন্ডিয়ার বিমানে এভাবে কার্তুজ পাওয়া যাওয়ার স্বাভাবিকভাবেই বিমানের যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। বিমানে এমনিতেই সব ধরনের অস্ত্রশস্ত্র নিষিদ্ধ। তাহলে বিমানের সিটে কার্তুজ পৌঁছল কীভাবে? উঠছে প্রশ্ন। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে লাগাতার বিভিন্ন বিমানসস্থার বিমানে বোমাতঙ্ক ছড়াচ্ছে। গত দুসপ্তাহে পাঁচশোর বেশি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, বোমাতঙ্ক ছড়াতে যে ভুয়ো ফোন ব্যবহার করা হচ্ছে সেগুলির নেপথ্যে ভিপিএন। ভিপিএন ব্যবহার করেই হুমকিবার্তা পাঠানো হচ্ছে। আর সে কারণেই ওই বার্তা প্রেরকদের দ্রুত চিহ্নিত করা যাচ্ছে না। যে আইপি অ্যাড্রেসগুলি ব্যবহার করে বোমার হুমকিবার্তা পাঠানো হচ্ছে, তার মধ্যে বেশ কয়েকটি চিহ্নিত করা হয়েছে। এসব হুমকির ৭০-৮০ শতাংশ আসছে ভারতের বাইরে থেকে। এই হুমকি ফোনগুলির জেরে বিমানে যাত্রীদের নিরাপত্তা নিয়ে এমনিই প্রশ্ন উঠছিল। এবার কার্তুজ উদ্ধারের ঘটনা আতঙ্ক আরও বাড়াল।