সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মসমর্পণ করেছেন খলিস্তানি (Khalistani) নেতা অমৃতপাল সিং। গত ১৮ মার্চ থেকে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। এর মধ্যে অন্তত দু’বার পুলিশের হাত এড়িয়ে পালাতে দেখা গিয়েছে তাঁকে। প্রশ্ন উঠছে, প্রায় পাঁচ সপ্তাহ ধরে পালিয়ে বেড়ানোর পর কেন ধরা দিলেন তিনি? ওয়াকিবহাল মহলের ধারণা, তিন দিন আগে স্ত্রীর আটক হওয়াতেই এই সিদ্ধান্ত নিলেন অমৃতপাল।
তিনদিন আগে লন্ডন পালাতে গিয়ে ধরা পড়েছিলেন অমৃতপালের (Amritpal Singh) স্ত্রী কিরণদীপ কউর। তাঁকে আটক করেছে পুলিশ। শুল্ক বিভাগ তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে আটক করে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতেই কিরণদীপ ও অমৃতপাল বিয়ে করেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, অমৃতপালের আত্মসমর্পণের সিদ্ধান্তের পিছনে কি কিরণদীপের আটক হওয়াই?
[আরও পড়ুন: যৌনতা আর গোপনীয়তায় ভরা মুঘল হারেম, কেমন ছিল সেই বন্দিনীদের জীবন?]
বিতর্কিত খলিস্তানি নেতাকে অসমের ডিব্রুগড়ের জেলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। সেখানে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে পাপলপ্রীত সিং-সহ তাঁর আট ছায়াসঙ্গীকেও। বিস্তারিত কিছু পুলিশ এখনও জানায়নি। তবে এটা জানা গিয়েছে, রবিবাসরীয় সকালে মোগার গুরুদ্বারে পৌঁছে নিজেই পুলিশকে খবর দিয়েছিলেন অমৃতপাল। তবে ধরা দেওয়ার আগে গুরুদ্বারে উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন বিতর্কিত খলিস্তানি নেতা। তারপর তিনি ধরা দেন।