shono
Advertisement
Birbhum

রাস্তা কাদের দখলে? বীরভূমে তৃণমূল-সিপিএমের দফায় দফায় সংঘর্ষে জখম ১২

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 10:22 AM Mar 11, 2025Updated: 01:12 PM Mar 11, 2025

নন্দন দত্ত, সিউড়ি:  রাস্তা দখল ও যাতায়াত করা নিয়ে বিবাদ। আর তার জেরে দফায় দফায় সংঘর্ষ তৃণমূল ও সিপিএমের। লাঠি, শাবল নিয়ে চলল মারধর। ঘটনায় দু'পক্ষের কম করে ১২ জখম। তাঁদের মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজারের দিঘলগ্রাম এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিঘলগ্রামের ইগদাপাড়া এলাকায় একটি রাস্তাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে বিবাদ। রাস্তার অংশ দিয়ে কারা যাতায়াত করবে? কাদের 'দখলে' থাকে সেই রাস্তা? তাই নিয়ে অতীতেও বিবাদ হয়েছে। সোমবার সন্ধ্যার পর সেই বিবাদ ফের দেখা যায়। বিবাদ মেটানোর জন্য এলাকায় শান্তি কমিটির বৈঠক শুরু হয়। কিন্তু সেই বৈঠকেও কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। উপরন্তু আরও উত্তেজনা ছড়ায়। ঘটনার রাজনৈতিক রং লাগে।

হাসপাতালে জখম তৃণমূল কর্মী। নিজস্ব চিত্র

শুরু হয়ে যায় তৃণমূল-সিপিএম সংঘর্ষ। বাঁশ, লাঠি, শাবল দিয়ে চলে হামলা। দু'পক্ষের কম করে ১২ জন জখম হয়েছেন। তৃণমূলের আক্রান্তদের অভিযোগ, সিপিএমের শমিরুল, জামিরুল, সিরাজ, ফিরোজরা আক্রমণ চালান। যদিও সিপিএমের পালটা দাবি, তৃণমূলের লোকজনই তাঁদের উপর হামলা চালিয়েছে। ঘটনায় বেশ কয়েকজনের মাথা ফেটেছে, হাতও ভেঙেছে। জখমদের উদ্ধার করে প্রথমে প্যাটেলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁরা ভর্তি রয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত শুরুর পাশাপাশি এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে খবর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামান্য রাস্তা 'দখল' ও যাতায়াত করা নিয়ে বিবাদ। আর তার জেরে সংঘর্ষ তৃণমূল ও সিপিএমের।
  • লাঠি, শাবল নিয়ে চলল মারধর। ঘটনায় দু'পক্ষের কম করে ১২ জখম।
  • তাঁদের মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
Advertisement