shono
Advertisement
Champions Trophy

বিশ্বজয়ের উদ্দাম সেলিব্রেশন নয় চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের জন্য! কেন এমন 'বৈষম্য' বোর্ডের?

হুডখোলা বাসে চাপিয়ে ওয়াংখেড়েতে এনে সম্মান জানানো হয়েছিল টি-২০ বিশ্বজয়ী দলকে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:19 AM Mar 11, 2025Updated: 10:28 AM Mar 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের রাস্তায় জনসমুদ্র। তিলধারণের জায়গা নেই ওয়াংখেড়েতে। কাতারে-কাতারে জনতা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে আছেন রোহিত-বিরাটদের আগমনের। তাঁরা এলেন রাজার বেশে। হাতে বিশ্বকাপ। গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পরে এমনই মেগা সেলিব্রেশনে মেতেছিল মুম্বই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পরে এসবের কিছুই হবে না। আড়ম্বরহীনভাবেই দেশে ফিরবেন ক্রিকেটাররা।

Advertisement

১২ বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। আনন্দে মেতেছে গোটা দেশ। ভারতীয় দলে এমন অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা এই প্রথমবার আইসিসি ট্রফিজয়ের স্বাদ পেয়েছেন। তাই চ্যাম্পিয়ন হয়ে মাঠেই উৎসবে মেতেছিলেন তাঁরা। ক্রিকেটভক্তদের অনেকে ভেবেছিলেন, বিশ্বকাপজয়ী দলকে যেভাবে হুডখোলা বাসে চাপিয়ে ওয়াংখেড়েতে এনে সম্মান জানানো হয়েছিল, এবারও হয়তো সেরকমটা হবে। কিন্তু বোর্ডের তরফে এখনও সেরকম সেলিব্রেশনের পরিকল্পনা জানানো হয়নি। অন্তত আগামী কয়েকদিনে তো সেলিব্রেশন হবে না, সেটা নিশ্চিত।

কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের জন্য রাজকীয় অভ্যর্থনা থাকছে না কেন? সূত্রের খবর, ক্রিকেটারদের বিশ্রামের কথা মাথায় রেখেই কোনও উৎসবের আয়োজন করা হয়নি। আগামী ২২ মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে। তার আগে প্রাক-মরশুম ক্যাম্পে যোগ দিতে হবে ক্রিকেটারদের। অনেকে দুবাই থেকে সরাসরি যোগ দিচ্ছেন এই শিবিরে। কেউ বা কয়েকদিনের ছুটি কাটিয়ে আইপিএল শিবিরে যোগ দেবেন। অনেকে দেশে ফিরলেও কয়েকদিন পর থেকে আইপিএলের প্রস্তুতি শুরু করবেন। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপজয়ী দল চাটার্ড বিমানে ফিরেছিল। দলের সকলে একসঙ্গে ছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে সকলে নিজের মতো করে দেশে ফিরছেন।

এতকিছু মাথায় রেখেই বোর্ডের সিদ্ধান্ত, এখনই বড়মাপের সেলিব্রেশন করা হবে না। কারণ ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজন। তাছাড়া সকলকে আবার একত্রিত করতেও সমস্যা হতে পারে। তাই উদ্দাম সেলিব্রেশন হবে না। প্রসঙ্গত, সোমবার রাতেই সপরিবারে মুম্বই ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। বিমানবন্দরে তাঁর ভিডিও ভাইরাল হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় দলে এমন অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা এই প্রথমবার আইসিসি ট্রফিজয়ের স্বাদ পেয়েছেন।
  • ক্রিকেটারদের বিশ্রামের কথা মাথায় রেখেই কোনও উৎসবের আয়োজন করা হয়নি।
  • টি-২০ বিশ্বকাপজয়ী দল চাটার্ড বিমানে ফিরেছিল। দলের সকলে একসঙ্গে ছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে সকলে নিজের মতো করে দেশে ফিরছেন।
Advertisement