সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ঋতুস্রাবের তারিখ কবে?’ রগরগে যৌন দৃশ্য শুটের আগে অভিনেত্রীকে প্রশ্ন করেছিলেন অনুরাগ কাশ্যপ। মানুষ হিসেবে কতটা সংবেদনশীল পরিচালক? সেই কথাই ফাঁস করলেন অম্রুতা সুভাষ।
‘সেক্রেড গেমস’, ‘বম্বে বেগম’, ‘গাল্লি বয়’-এর সুবাদে অম্রুতা এখন মুম্বইতে বেশ জনপ্রিয় নাম। সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ২’ সিরিজেও কঙ্কনা সেনশর্মার পরিচালনায় দ্য মিরর-এ অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী। এযাবৎকাল অম্রুতাকে প্রতিটি চরিত্রেই ছক ভাঙতে দেখেছেন দর্শকরা। ‘লাস্ট স্টোরিজ ২’তেও তার অন্যথা হয়নি। সেই সিরিজের প্রচারে এসেই অনুরাগ কাশ্যপের সংবেদনশীল মানসিকতার কথা জানান অভিনেত্রী।
‘সেক্রেড গেমস’ সিরিজে এক গভীর অন্তঃরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল অম্রুতাকে। আর সেই দৃশ্যের শুটের আগেই পরিচালক অনুরাগ কাশ্যপ নিজে এসে অম্রুতার কাছে জানতে চেয়েছিলেন তাঁর ঋতুস্রাবের তারিখ।
[আরও পড়ুন: ‘যা তেল দিয়েছি’, শ্বশুরবাড়িতে নিজে হাতে ফুচকা বানিয়ে শাশুড়িকে পটাচ্ছেন নতুন বউমা কিয়ারা]
অনুরাগের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অভিনেত্রী বলেন, “আমি জীবনের প্রথম যৌন দৃশ্য শুট করি ‘সেক্রেড গেমস ২’ সিরিজে। নারী কি পুরুষ, সেটে কখনওই এসবের বাছবিচার করেন না অনুরাগ কাশ্যপ। সমানভাবে সকলের সুবিধে-অসুবিধের দিকে নজর থাকে তাঁর। ভীষণ সংবেদনশীল মানুষ। আমার যৌন দৃশ্যের আগে উনি ডিরেকশন টিমকে ডেকেছিলেন। উনিই একমাত্র যিনি নিজে যেচে এসে আমার ঋতুস্রাবের তারিখ জানতে চান, যাতে ওইসময়ে কোনও যৌনদৃশ্যের শুট না রাখা হয়।” উদ্বিগ্ন হয়ে অনুরাগ নিজেই অম্রুতা সুভাষকে জিজ্ঞেস করেন, “তুমি কি ঋতুস্রাব চলাকালীন যৌনদৃশ্যে শুট করবে নাকি?”
প্রসঙ্গত, ‘সেক্রেড গেমস’-এ এক RAW এজেন্টের ভূমিকায় দেখা গিয়েছিল অম্রুতা সুভাষকে। কুসুম দেবী যাদবের ভূমিকায় নজর কেড়েছিলেন অভিনেত্রী।