ইটালিতে স্বপ্নের বিয়ে অক্ষয়ের নায়িকার! মুহূর্তরা বন্দি ক্যামেরায়
বরফঘেরা সুইজারল্যান্ডে হলিউড অভিনেতার সঙ্গে বাগদান সারেন নায়িকা।
Tap to expand
বরফঘেরা সুইজারল্যান্ডে সেরেছিলেন বাগদান। ইটালিতে স্বপ্নের বিয়ে সারলেন অক্ষয় কুমারের 'সিং ইজ ব্লিং' সিনেমার নায়িকা এমি জ্যাকসন। এমনই খবর শোনা গিয়েছে।
Tap to expand
ব্রিটেনে জন্ম এমির। মডেলিংয়ের সূত্রেই তাঁর ভারতে আসা। তার পরই বলিউডে ছবির অফার। 'এক দিওয়ানা থা', 'সিং ইজ ব্লিং'-এর মতো ছবিতে নজর কেড়েছেন এমি।
Tap to expand
এক সময় অভিনেত্রী স্মিতা পাটিলের ছেলে প্রতীক বব্বরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এমি। তবে সে সম্পর্ক খুব বেশিদিন টেকেনি।
Tap to expand
২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত লন্ডনে ছিলেন এমি। সেই সময় তিনি প্রেম করতেন জর্জ পানাইয়োতুর সঙ্গে। ২০১৯ সালে জর্জের সন্তানের মা হন এমি।
Tap to expand
জর্জের সঙ্গে সম্পর্ক ভাঙার বেশ কিছুদিন পর, ২০২২ সালে 'গসিপ গার্ল' ও 'সন অফ র্যাম্বো খ্যাত' হলিউড তারকা এড ওয়েস্টউইকের সঙ্গে এমির প্রেম শুরু হয়।
Tap to expand
সুইজারল্যান্ডে হাঁটু মুড়ে বসে অ্যামিকে প্রেম নিবেদন করেন এড। তার পর এই স্বপ্নের বিয়ে। পরিবার ও কাছের বন্ধুদের সাক্ষী রেখে ভালোবাসার নিবিড় বন্ধনে আবদ্ধ হন এমি-এড। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 07:01 PM Aug 23, 2024Updated: 07:03 PM Aug 23, 2024
বরফঘেরা সুইজারল্যান্ডে হলিউড অভিনেতার সঙ্গে বাগদান সারেন নায়িকা।