'শীতকালের সুখবর', নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে আরও একবার অপরাজিতা আঢ্য
নতুন চমক উইন্ডোজের!
Tap to expand
প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনের জন্য ফের একবার ইমামি গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধল উইন্ডোজ প্রযোজনা সংস্থা। আর সেই সুবাদেই আরও একবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ধরা দিলেন উইন্ডোজের 'ঘরের মেয়ে' অপরাজিতা আঢ্য।
Tap to expand
'রামধনু', 'বেলাশেষে', 'প্রাক্তন', 'পোস্ত' থেকে 'রক্তবীজ', 'বহুরূপী'র মতো একাধিক হিট সিনেমা উপহার দিয়েছে উইন্ডোজ। তবে বড়পর্দার বাইরে বিজ্ঞাপনী জগতেও কিন্তু সফল পরিচালকজুটি নন্দিতা-শিবপ্রসাদ।
Tap to expand
শুক্রবার সেই বিজ্ঞাপনী প্রচারেই হাজির ছিলেন নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, জিনিয়া সেন এবং অভিষী সুরেকা।
Tap to expand
এবার ইমামি গ্রুপের প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনের গল্পেও মা-মেয়ের সম্পর্কের উষ্ণ ছোঁয়া রাখলেন উইন্ডোজ জুটি। অপরাজিতাকে দেখা গেল মায়ের ভূমিকায়। আর তাঁর খুদে মেয়ের ভূমিকায় অহনা।
Tap to expand
বিজ্ঞাপনে শীতকালে ত্বকচর্চার মন্ত্র দিলেন মা-মেয়ে জুটি। ইমামি গ্রুপের এই প্রসাধনী দ্রব্য অবশ্য কয়েক দশক ধরেই বাঙালির অন্দরমহলে বহুল পরিচিত। অ্যান্টিসেপটিক ক্রিম হিসেবেও জুড়ি মেলা ভার!
Tap to expand
উল্লেখ্য, এর আগেও ইমামি গ্রুপের বিভিন্ন বিভিন্ন দ্রব্যের বিজ্ঞাপনে আমবাঙালির মন জয় করেছেন নন্দিতা-শিবপ্রসাদ।
Tap to expand
পঞ্চাশ পেরিয়েও অবিবাহিত তাব্বু। একসময় নায়িকার সঙ্গে দক্ষিণী স্টার নাগার্জুনের প্রেমের গুঞ্জন শোনা যেত। তবে এখন তিনি নিজের একাকী জীবনেই খুশি। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Sandipta BhanjaPosted: 04:19 PM Dec 21, 2024Updated: 06:44 PM Dec 21, 2024