সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সাতসকালে ভয়ংকর কাণ্ড। রায়দিঘিতে ছেলের হাতে প্রাণ গেল বাবার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দুলাল গায়েন। তাঁর দুই ছেলে। বড় ছেলে দীপঙ্কর গায়েন। কিছুটা হলেও মানসিকভাবে বিপর্যস্ত ছিল সে। বেশ কিছুদিন ধরেই জমি জায়গা নিয়ে পরিবারে অশান্তি চলছিল বলে খবর। সম্প্রতি দীপঙ্করের সঙ্গে তার বাবা দুলালবাবুর বেশ কয়েকবার এবিষয় নিয়ে বচসাও হয়। প্রতিবেশীরা সে ঝামেলা কয়েকবার মিটিয়েও দেন। সোমবার সকালে বাবা ও ছেলের মধ্যে সম্পত্তি নিয়ে ফের বিরোধ বাধে।
[আরও পড়ুন: পৌষের শুরুতে বাড়ল তাপমাত্রা, বড়দিনের আগে বঙ্গে ফের উধাও হবে শীত?]
দু’জনের মধ্যে তুমুল তর্ক-বিতর্কও চলে। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই ঘর থেকে শাবল বের করে বাবার মাথায় আঘাত করে ছেলে। ধারলো অস্ত্র দিয়ে বাবাকে কোপায় সে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন বৃদ্ধ। প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় দুলালবাবুকে উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ছেলে দীপঙ্করকে আটক করেছে রায়দিঘি থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।