অর্ণব আইচ: লকডাউনে (Lockdown) কাজ হারানোয় চরম অবসাদ গ্রাস করেছিল বছর ৬৩-এর বৃদ্ধকে। কীভাবে সংসার সামলাবেন তা বুঝে উঠতে পারছিলেন না। আর সেই কারণেই বেছে নিলেন আত্মহত্যার পথ। ঘটনাটি কলকাতার (Kolkata) গল্ফ ক্লাব রোডের। তবে ঘটনার নেপথ্যে অন্যকোনও কারণ ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
পি\৪৫ গল্ফ ক্লাব রোড, কলকাতা ৭০০০৩৩-এর বাসিন্দা ছিলেন সৌমিত্র সেন নামে ওই বৃদ্ধ। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়েই তাঁর সংসার। ছোট একটি কোম্পানিতে অ্যাকাউন্ট বিভাগে কাজ করতেন তিনি। লকডাউনের কারণে প্রায় ৭ মাস ধরে তিনি কর্মহীন। স্বাভাবিকভাবেই চরম দারিদ্রতার মধ্যে দিয়েই দিন কাটছিল সেন পরিবারের। দুশ্চিন্তা গ্রাস করেছিল সৌমিত্রবাবুকে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার গভীর রাতে আচমকা ছাদ থেকে ঝাঁপ দেন ওই বৃদ্ধ। বিষয়টি টের পেতেই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাঘাযতীন হাসপাতালে। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: ‘আমার হাত ধরেই তৃণমূলে আসতে চাইছেন সৌমিত্র খাঁ’, বিস্ফোরক বিধায়ক সৌরভ চক্রবর্তী]
অন্যদিকে, গতকাল যাদবপুরে একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক বধূ। তাঁর নাম সাবিরা বিবি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃতার শরীরে আঘাতের চিহ্ন ছিল। তবে আদৌ কি আত্মঘাতী হয়েছে ওই বধূ? নাকি নেপথ্যে লুকিয়ে অন্য কারণ, তা নিয়ে ধোঁয়াশা।