নিরুফা খাতুন: সল্টলেক সেক্টর ফাইভের পর বিবাদী বাগ। নেতাজি সুভাষচন্দ্র রোডের বহুতলের নিচ থেকে উদ্ধার বৃদ্ধের রক্তাক্ত দেহ। ওই ব্যক্তির দেহ উদ্ধার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। আত্মহত্যা নাকি খুন করা হয়েছে তাঁকে, তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।
ঘড়ির কাঁটায় দুপুর ২টো হবে। সেই সময় আচমকাই নেতাজি সুভাষচন্দ্র রোডে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পান স্থানীয়রা। দৌড়ে যান তাঁরা। দেখেন, বহুতলের নিচে এক বৃদ্ধ পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে তাঁর শরীর। পা, কোমর বেঁকে গিয়েছে। দেহ থেকে কিছুটা দূরে পড়ে রয়েছে তাঁর বেল্ট। খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বহুতল থেকে তিনি ঝাঁপ দিয়েছেন নাকি কেউ ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধেয় সল্টলেক সেক্টর ফাইভের এক বহুতলের ৬ তলা থেকে পরিবেশ চট্টোপাধ্যায় নামে এক যুবক ঝাঁপ দেন। মুকুন্দপুরের বাসিন্দা ওই যুবক আত্মঘাতী হয়েছেন। তদন্তকারীরা জানতে পারেন, ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন পরিবেশ। তারপর থেকে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েন। ধার শোধ করতে পারছিলেন না তিনি। তার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন। ওইদিন বান্ধবীকে আর্থিক সমস্যার কথাও বলেন যুবক। আর তার কিছুক্ষণের মধ্যেই চরম সিদ্ধান্ত। কী কারণে ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন পরিবেশ, তা এখনও স্পষ্ট নয়। বান্ধবীর সঙ্গে ফোনে ঠিক কী কথা হয়েছিল, তা নিয়েও রহস্য দানা বেঁধেছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।