shono
Advertisement

Breaking News

Bangaon

নেশার ঘোরে শাবল দিয়ে বৃদ্ধকে খুন! বনগাঁয় যুবককে বেঁধে মার গ্রামবাসীদের

এলাকায় হেরোইনের ব্যবসা চলে এবং স্থানীয় যুবকরা তাতে আসক্ত হয়ে পড়ছেন বলে দাবি বাসিন্দাদের।
Published By: Subhankar PatraPosted: 07:41 PM May 23, 2024Updated: 07:41 PM May 23, 2024

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: চাষের কাজ সেরে বাড়ির দিকে যাচ্ছিলেন বৃদ্ধ। তখন মত্ত অবস্থায় ছিলেন প্রতিবেশী যুবক। নেশার ঘোরেই শাবলের আঘাতে বৃদ্ধকে ওই যুবক খুন করে বলে অভিযোগ। যুবককে আটকাতে গিয়ে আহত হন এক গৃহবধূও। গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলেন অভিযুক্তকে। তাঁকে বেঁধে মারধরের পর পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Advertisement

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁর (Bangaon) গাইঘাটা থানার ঝিকরা এলাকায়। মৃত বৃদ্ধের নাম ভরত চন্দ্র। তিনি চাষের কাজের সঙ্গে যুক্ত। কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখনই উত্তম ঢালি নামের প্রতিবেশী এক যুবক মত্ত অবস্থায় শাবল হাতে ঘোরাঘুরি করছিলেন। স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ঝামেলাও বেঁধে যায় উত্তমের। তা দেখে দাঁড়িয়ে যান ভরতবাবু।

[আরও পড়ুন: রিজেন্ট পার্কের আবাসন থেকে বৃহন্নলার রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা]

অভিযোগ, বচসা চলাকালীন উত্তম শাবল দিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন বিশাখা সরকার নামের গৃহবধূ। বধূর পায়েও শাবল দিয়ে কোপ দেন উত্তম। স্থানীয়রা যখমদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে (Bongaon Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা ভরত চন্দ্রকে মৃত বলে ঘোষণা করে।

এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই যুবকে বেঁধে রাখে। অভিযুক্ত মত্ত অবস্থায় আগেও বহুবার প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। স্থানীয়দের আরও অভিযোগ, এলাকায় রমরমিয়ে হেরোইনের ব্যবসা চলে। বহু যুবক সেই হেরোইনের নেশায় আসক্ত হয়ে পড়ছেন। এবিষয়ে পুলশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: চালক ছাড়াই ছুটবে মেট্রো! চালু হতে চলেছে স্বয়ংক্রিয় ট্রেন পরিচালন ব্যবস্থা, বরাদ্দ ৮০০ কোটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিবেশী এক যুবক শাবলের আঘাতে বৃদ্ধকে খুন করেন বলে অভিযোগ।
  • যুবককে আটকাতে গিয়ে আহত হন প্রতিবেশী গৃহবধূও।
  • বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁর গাইঘাটা থানার ঝিকরা এলাকায়।
Advertisement