shono
Advertisement

লাঞ্চে ২২৫ রকম পদ, ডিনারে ২৭৫ টি ! অনন্ত ও রাধিকা প্রাক বিবাহে এলাহি মেনু

অতিথিদের জন্য চার বেলা খাবারের আয়োজন করা হয়েছে।
Posted: 07:03 PM Feb 28, 2024Updated: 07:05 PM Feb 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রি ওয়েডিং সেরিমনিতেই বড় বড় চমক দিতে চলেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। চমক থাকাটাই তো স্বাভাবিক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও সমাজসেবী নীতা আম্বানির ছোট ছেলে বলে কথা। তাই তো ১ মার্চ থেকে ৩ মার্চ প্রাক বিয়ের নানা অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই গোটা দুনিয়া থেকে নামজাদা অতিথিরা এসে পড়েছেন গুজরাটের জামনগরে। অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং সেরিমনির থিম হল ”অ্যান ইভনিং ইন এভারল্যান্ড”।

Advertisement

অতিথিদের জন্য চার বেলা ভূরিভোজের আয়োজন করা হয়েছে। পাতে থাকবে থাই, জাপানিজ, মেক্সিকান, পার্সি এবং প্যান এশিয়ান খাবার।

[আরও পড়ুন: বাদ আলিয়া! বনশালির জন্মদিনে একগাড়িতে ভিকি-রণবীর, ভিডিও দেখে ‘মুচমুচে গসিপ’ নেটপাড়ায়]

ব্রেকফাস্টে অতিথিদের সামনে সাজিয়ে দেওয়া হবে ৭৫টি ডিশ। তাতে থাকবে ২৭৫ রকমের পদ। ডিনারেও থাকছে তাই। ২৭৫ রকমের পদের এলাহি আয়োজন থাকছে অতিথিদের জন্য। সারারাত চলবে অনুষ্ঠান। জানা গিয়েছে, মিডনাইট মিলে ৮৫ রকমের পদ রাখা হচ্ছে। প্রাক বিবাহ বাসরে ইন্দোরের স্পেশাল সারাফা ফুড কাউন্টারও থাকবে। সেখান থেকে ইনদওরি কচুরি, পোহা জিলিপি, ভুট্টে কি কিস, খোপরা প্যাটিস, উপমার মতো পদ পরিবেশন করা হবে।

প্রি-ওয়েডিংয়ের এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন একাধিক হাই প্রোফাইল অতিথি। জানা গিয়েছে, ইভাঙ্কা ট্রাম্প ছাড়াও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন ওই অনুষ্ঠানে। কাতারের প্রিমিয়ার মহম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি, ভুটানের রাজা-রানিরা থাকবেন। এছাড়াও বিল গেটস (Bill Gates), মেলিন্ডা গেটস, মেটা সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg), ব্যাঙ্ক অফ আমেরিকার চেয়ারম্যান ব্রায়ান থমাস ময়নিহানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও ডিজনির মতো একাধিক বিশ্বখ্যাত সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন প্রি-ওয়েডিং অনুষ্ঠানে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্তত এক হাজার জনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শাহরুখ, সলমন, আমির, রণবীর, অক্ষয়রা তো থাকছেই।

[আরও পড়ুন: ‘কাঞ্চন আমাকে ভালো সামলাবে’, ৫৩-র তারকা বিধায়ককে বিয়ে করেই ট্রোলের জবাব শ্রীময়ীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement