shono
Advertisement
Anant Radhika

স্বপ্নের বিয়ে, মঙ্গল অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা

রাজকীয় বিয়ের সাক্ষী গোটা ভূ-ভারত।
Published By: Sandipta BhanjaPosted: 11:41 PM Jul 12, 2024Updated: 11:42 PM Jul 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন স্বপ্নের বিয়ে। রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতেই ১২ জুলাই, শুক্রবার অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রাধিকা মার্চেন্ট। মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতে মহাচমক! এহেন রাজকীয় বিয়ের সাক্ষী যে এর আগে গোটা ভূ-ভারত থাকেনি, তা হলফ করে বলা যায়।

Advertisement

গোটা বলিউড তো বটেই এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হল বিয়ের আসর। ছাদনাতলায় যাওয়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। রীতি-রেওয়াজ মেনে মা নীতা আম্বানি ছেলের 'শেহেরাবন্দি' অনুষ্ঠান পালন করলেন। দাদা-বউদি আকাশ-শ্লোক এবং বোন-জামাই ইশা-আনন্দ সকলেই অনন্ত-রাধিকার বিয়েতে আগত অতিথিদের আপ্যায়ণে কড়া নজর রেখেছিলেন।

[আরও পড়ুন: আম্বানিদের জলসায় উদ্দাম নাচ হার্দিক-অনন্যার, আদিত্য-নাতাশার মায়া ভুলে দুই ‘ভাঙা মন’ জুড়বে?]

বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। অতিথি আপ্যায়ণেও বিশেষ মেন্যু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পেয়েছে এলাহি নৈশভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো রকমারি পদ ছিল। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে দেখা গিয়েছে নীতা আম্বানিকে। গত দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলছে। কখনও দেশে কখনও বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অনন্ত-রাধিকা।

[আরও পড়ুন: আম্বানিদের কোটি টাকার বিয়েতে পুরনো শাড়ি পরে শাহরুখকন্যা সুহানা খান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’।
  • বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতেই ১২ জুলাই, শুক্রবার অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রাধিকা মার্চেন্ট।
  • রাজকীয় বিয়ের সাক্ষী যে এর আগে গোটা ভূ-ভারত থাকেনি, তা হলফ করে বলা যায়।
Advertisement