এতো আগুন পাণ্ডে! লাল পোশাকে উষ্ণতা ছড়ালেন অনন্যা, একের পর এক ছবি দেখে কাত নেটপাড়া
বলিউডে জোর গুঞ্জন। প্রেম করছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে!
Tap to expand
উফফ.. যেন আগুন! হ্য়াঁ, ইনস্টাগ্রামে অভিনেত্রী অনন্যা পাণ্ডের নতুন ফটোশুট দেখে এমনটাই মত নেটিজেনদের। নতুন ছবি আপলোড করা মাত্র নেটপাড়ায় একেবারে হইচই।
Tap to expand
লাল রঙের সিগারেট কাট ইভনিং গাউনে দেখা গিয়েছে অনন্য়াকে। খোলামেলা পোশাকে স্পষ্ট হয়েছে অভিনেত্রীর ক্লিভেজ। আর সেই ক্লিভেজেই চোখ আটকেছে পুরুষ মহলের।
Tap to expand
বলিউডে জোর গুঞ্জন। প্রেম করছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে! অন্তত, দুজনের ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, আদিত্য ও অনন্যা দুজনেই প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন।
Tap to expand
আজকাল মুম্বইয়ের এদিক ও দিকও দেখা যাচ্ছে দুজনকে। কখনও রেস্তরাঁ, কখনও কফি শপ এবং লং ড্রাইভেও নাকি বেড়িয়ে পড়ছেন আদিত্য-অনন্যা। তবে এত কিছু ঘটলেও, দুজনেই এই প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।
Tap to expand
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অনন্যা (Ananya Pandey) ও আদিত্যর (Aditya Roy Kapoor) বাড়ি থেকে এই প্রেম নিয়ে কোনও আপত্তি নেই। দুই পরিরাবের লোকজনই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ঘটে ছাদনাতলায়। তবে অনন্যা-আদিত্য কিন্তু এখনই এসব চাইছেন না। বরং আপাতত এই সম্পর্ককে সময় দিতে চাইছেন।
Published By: Akash MisraPosted: 09:01 PM Aug 17, 2023Updated: 09:02 PM Aug 17, 2023
বলিউডে জোর গুঞ্জন। প্রেম করছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে!