সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক মৃত্যু হল বছরের এগারোর এক স্কুল পড়ুয়ার। রাস্তায় বিদ্যুৎবাহী খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ওই কিশোরের। গুরুতর আহত হয়েছে একই সাইকেলে থাকা মৃত পড়ুয়ার সঙ্গী কিশোর। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের কাডাপা শহরের এই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে আঁতকে উঠছে নেটিজেনরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পথেই একটি জায়গায় বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে রাস্তার উপরে ঝুলছিল। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় মৃত্যু হয়েছে তনভীরের। সাইকেলটি চালাচ্ছিল সে। পিছনে বসেছিল আদম। গুরুতর আহত হয়েছে সে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দুই স্কুলপড়ুয়া এক সাইকেলে। একটি জায়গায় হঠাৎই সাইকেল থেকে ছিটকে রাস্তায় মুখ থুবড়ে পড়ে দুই নাবালক। সঙ্গে সঙ্গে সাইকেলটিতে আগুন ধরে যেতেও দেখা যায়। স্থানীয়রাই বিদ্যুতের লাইন বন্ধ করে গুরুতর আহত আদমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যদিও ততক্ষণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তনভীরের।
[আরও পড়ুন: আর জি কর মামলা LIVE Updates: অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়েরের আগেই ময়নাতদন্ত! অবাক বিচারপতি]
স্থানীয়রা জানান, দুই নাবালক সাইকেল চেপে স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখনই ঝুলন্ত খোলা বিদ্যুতের তারের সংস্পর্ষে বিপদ ঘটে যায়। পড়ুয়ার মৃত্যুর ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয়েরা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ডিশ টিভির তারের সঙ্গে বিদ্যুতের খোলা তার জড়িয়ে থাকাতেই এই দুর্ঘটনা ঘটে গিয়েছে।