সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha election) সঙ্গেই বিধানসভা নির্বাচন অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। শাসকদল ওয়াইএসআর কংগ্রেসকে হারাতে সেরাজ্যে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে চন্দ্রবাবু নায়ডুর টিডিপি ও অভিনেতা রাজনীতিক পবন কল্যাণের (Pawan Kalyan) দল জনসেনা। কিন্তু আসন রফা সম্পন্ন হওয়ার পরই এই রাজ্যে প্রকাশ্যে চলে এল টিডিপি ও জনসেনার কোন্দল। জনসেনা প্রধান পবনের কুশপুতুল পোড়ানোর পাশাপাশি, তাঁদের পার্টি অফিসের সামনে বিক্ষোভ, পতাকা ও কাগজপত্রে আগুন লাগানোর অভিযোগ উঠল টিডিপি কর্মীদের বিরুদ্ধে।
আসন্ন লোকসভা নির্বাচনে অন্ধ্রে ২৫ আসনের জন্য আসন রফা করেছে টিডিপি, বিজেপি এবং জনসেনা। রফা অনুযায়ী, টিডিপি ১৭, বিজেপি ৬ এবং জনসেনা ২ আসনে লড়বে। তবে সমস্যা বেঁধেছে বিধানসভায় আসনরফা নিয়ে। ১৭৫ আসনের মধ্যে টিডিপি লড়তে চায় ১৪৪ টিতে, জনসেনা ২১ টি এবং বিজেপি ১০ টিতে। এর মধ্যে জনসেনার ভাগে পড়েছে পিথাপুরম বিধানসভা আসন। বৃহস্পতিবার ঘোষণা করা হয় এখানে প্রার্থী হতে চলেছেন স্বয়ং পবন। এরপরই অশান্তি চরম আকার নেয়। টিডিপি নেতৃত্বের দাবি কোনওভাবেই ওই আসন জনসেনাকে ছাড়া যাবে না। এর জেরেই জনসেনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন টিডিপি (TDP) কর্মীরা। পোড়ানো হয় তাঁর কুশপুতুল। বিক্ষোভকারীরা দলীয় অফিসে গিয়ে পার্টির পতাকা ও কাগজে আগুন লাগায়। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
[আরও পড়ুন: নির্বাচনী বন্ড নিয়ে অসম্পূর্ণ তথ্য, স্টেট ব্যাঙ্ককে ফের ‘ধমক’ সুপ্রিম কোর্টের]
অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu) বিরাট নাম। রাজ্যের বিশেষ মর্যাদার দাবিতে ২০১৮ সালে এনডিএর সঙ্গ ছাড়েন চন্দ্রবাবু। ২০১৯ সালে লোকসভা ও বিধানসভায় একা লড়ে ওয়াইএসআর কংগ্রেসের কাছে নির্বাচন হারে টিডিপি। এনডিএর (NDA) বিরুদ্ধে গিয়ে দলের ব্যাপক ক্ষতির স্পষ্ট হতেই দীর্ঘ ৬ বছর পর ফের এনডিএ-তে ফেরেন চন্দ্রবাবু।
[আরও পড়ুন: নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ, কাঠগড়ায় কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা]
এদিকে ২০১৯ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনে জনসেনা দল গড়ে লড়াইয়ে নামেন পবন কল্যাণ। তবে দুটি কেন্দ্রে লড়াই করেও জিততে পারেননি তিনি। যদিও দুই আসনেই টিডিপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে জনসেনা। একটি আসনে জয়ও পায় জনসেনা। এবার এনডিএ-এর সঙ্গে জোট করে লড়াইয়ে নেমেছে পবনের দল। যদিও নির্বাচনের আগেই আসন নিয়ে টিডিপি ও জনসেনার কোন্দলে অস্বস্তিতে গোটা এনডিএ শিবির।