shono
Advertisement

আইপিএলে রাসেলের ৫ নজির, ব্র্যাভো-নারিনকে টপকে নায়ক ড্রে রাস

রবীন্দ্র জাদেজার সঙ্গে একসারিতে বসলেন কেকেআর তারকা।
Posted: 01:13 PM Mar 30, 2024Updated: 03:02 PM Mar 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দ্রে রাসেল (Andre Russell)। সমস্যায় পড়লেই কেকেআরের ত্রাতা হয়ে ওঠা ক্যারিবিয়ান অলরাউন্ডার। এবার এক ম্যাচে মোট পাঁচটি নজির গড়লেন ড্রে রাস। টপকে গেলেন সুনীল নারিন, ডোয়েন ব্র্যাভোদের মতো মহাতারকাকে। প্রথম বিদেশি ক্রিকেটার হিসাবে আইপিএলে নয়া রেকর্ডের মালিক হলেন রাসেল।

Advertisement

শুক্রবার চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে খেলতে নেমেছিল কেকেআর (RCB vs KKR)। কিন্তু সেই ম্যাচে বল হাতে কামাল দেখান ড্রে রাস। টস জিতে বোলিং করতে নেমেছিল বেগুনি জার্সিধারীরা। পাওয়ার প্লে শেষ হতেই রাসেলকে বল দেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। একের পর এক স্লোয়ার ডেলিভারিতে রানের গতি আটকে দেন। সঙ্গে তুলে নেন দুটি উইকেট। বিধ্বংসী ক্যামেরন গ্রিন আর রজত পাটিদারকে প্যাভিলিয়নে ফেরান তিনি।

[আরও পড়ুন: ‘ছাপরির বউ ছাপরি’, হার্দিকের ‘দুর্দিনে’ নেটিজেনদের কটাক্ষের শিকার স্ত্রী নাতাশা

দ্বিতীয় উইকেট পাওয়ার পরেই আইপিএলে (IPL 2024) নতুন নজিরের মালিক হন রাসেল। আইপিএলে ২ হাজার রান করার পাশাপাশি তুলে নিয়েছেন ১০০টি উইকেট। এর আগে এই রেকর্ড ছিল একমাত্র রবীন্দ্র জাদেজার দখলে। সিএসকে অলরাউন্ডারের ঝুলিতে রয়েছে ২৭২৪ রান ও ১৫২টি উইকেট। সেই তালিকায় দ্বিতীয় ক্রিকেটার হিসাবে নাম উঠল রাসেলের। মেগা টুর্নামেন্টে ২৩২৬ রান করার পাশাপাশি ১০০টি রয়েছে তাঁর নামের পাশে।

আইপিএলের প্রথম বিদেশি ক্রিকেটার হিসাবে এই নজির গড়লেন ড্রে রাস। ২৩ তম বোলার হিসাবে আইপিএলে শত উইকেটের মালিক হলেন। সপ্তম বিদেশি বোলার হিসাবে ১০০ উইকেট গেল রাসেলের ঝুলিতে। ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ক্রিকেটার হিসাবে শততম উইকেট পেয়েছেন কেকেআর ভক্তদের প্রিয় ড্রে রাস। চলতি আইপিএলের প্রথম ম্যাচে ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করেছিলেন। আরসিবির বিরুদ্ধে বল হাতেও দলকে জেতালেন রাসেল।

[আরও পড়ুন: লাগাতার ব্যর্থতায় ক্রীড়ামন্ত্রকের চাপ, স্টিমাচের সঙ্গে কথা বলতে কমিটি গঠন ফেডারেশনের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement