সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেড়া বেলতলায় যায় ক'বার? নেড়ার নাম যদি বিরাট কোহলি হয়, তাহলে উত্তর হবে অগণিত বার। বারবার একই ব্যর্থতা। বারবার একই ভুল। তবু শিখছেন না বিরাট কোহলি। কিন্তু এবার বোধ হয় শেখার সময় এসেছে। না শিখলে রোহিত শর্মার মতো পরিণতি হতে পারে বিরাটেরও।
২০২১ সালের পর গত ৪ বছরে বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেটে অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন ২২ বার। এই হিসাবটা শুধু পেসারদের বিরুদ্ধে। স্পিনার যোগ করলে হয়তো সংখ্যাটা আরও বাড়বে। কিন্তু ভুল শুধরে নেওয়া তো দূর, সিডনি টেস্টে (Border Gavaskar Trophy) সেই পুরনো রোগই ভোগাল ভারতীয় ক্রিকেটের তথাকথিত 'রাজা'কে। শুক্রবারও বিরাট একই ভাবে অফের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন।
এদিন প্রথম বলেই অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়েছিলেন বিরাট। স্কট বোলান্ডের ওই বলটি কোহলির ব্যাট ছুঁয়ে কিছুটা নিচু হয়ে সোজা চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা স্মিথের দিকে। তিনি ক্যাচ ধরতে গিয়ে পড়ে যান। কিন্তু বলটি হাত দিয়ে তুলে দেন, পরে ক্যাচ লুফে নেন মার্নাস লাবুশেন। যদিও সৌভাগ্যক্রমে বিরাট সে বার আউট হননি। মনে করা হচ্ছিল, এবার হয়তো শিক্ষা নেবেন তিনি। এর পর কিছুক্ষণ অফের বাইরের বল ছাড়ারও চেষ্টা করেন। ইনিংসের ৬৯ তম বলে গিয়ে ফের পুরনো রোগ মাথাচাড়া দিল। অভিষেককারী ব্যু ওয়েবস্টারের আপাত নিরীহ বলে ব্যাট ছুঁয়ে প্যাভিলয়নে ফিরবেন বিরাট।
২০২০ সালের পর থেকে টেস্টে বিরাটের গড় ৩০-এর নিচে। বিদেশের মাটিতে অবস্থা আরও খারাপ। ওই পাঁচ বছরে বিরাটের প্রায় সমান রান করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও। ভুলে গেলে চলবে না, প্যাট কামিন্স কিন্তু বোলিং অলরাউন্ডার। প্রশ্ন হল, ওই একই সময়ে টেস্টে ৪০-এর উপরে গড় রাখা রোহিত শর্মা যদি দল থেকে বাদ পড়তে পারেন তাহলে বিরাটকে আর কতদিন টানা হবে? আরও বড় সমস্যার জায়গা হল, বিরাট প্রায় প্রতিটি ইনিংসে আউট হচ্ছেন একইভাবে। নিজে মানছেন ভুল হচ্ছে, কিন্তু সেই ভুল শোধরানোর কোনও চেষ্টা দেখা যাচ্ছে না। প্রশ্ন হল, এভাবে লাগাতার ব্যর্থতা আর কতদিন মেনে নেবে টিম ম্যানেজমেন্ট? এরপরও যদি বিরাট ভুল না শোধরান, রোহিতের মতো তাঁকেও 'বিশ্রামে' পাঠানো হবে না তো?