shono
Advertisement

Breaking News

Android 15

অ্যান্ড্রয়েড ১৫ বিটা ভার্সানে মিলল একগুচ্ছ নয়া ফিচারের ইঙ্গিত, জানুন খুঁটিনাটি

কী কী নতুন ফিচার ব্যবহারের সুযোগ পাবেন অ্যান্ড্রয়েড ইউজাররা।
Posted: 07:08 PM Apr 15, 2024Updated: 07:27 PM Apr 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে অ্যান্ড্রয়েড ১৫-র প্রথম বিটা ভার্সান প্রকাশ্যে আনল গুগল। যাতে ইঙ্গিত মিলেছে বেশ কিছু আকর্ষণীয় ফিচারের। এর আগে জোড়া ডেভেলপারের দেওয়া আপডেটে বোঝা গিয়েছিল যে একাধিক ফিচার যুক্ত হবে। কিন্তু এবার জানা গেল, কী কী নতুন ফিচার ব্যবহারের সুযোগ পাবেন অ্যান্ড্রয়েড ইউজাররা। আগামী মে মাসে গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে অ্যান্ড্রয়েড ১৫।

Advertisement

জানা গিয়েছে, Pixel 6, Pixel 6 Pro, Pixel 6a, Pixel 7, Pixel 7 Pro, Pixel 7a, Pixel Tablet, Pixel Fold, Pixel 8 এবং Pixel 8 Pro ফোন ইউজাররা নয়া বিটা ভার্সানটি ব্যবহার করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েড ১৫-তে কী কী ফিচার আসতে চলেছে।

[আরও পড়ুন: ‘কপ্টারের ট্রায়াল রানে বাধার অধিকার নেই আয়কর দপ্তরের’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের]

১. এবার থেকে আপনার ফোনের স্ক্রিন অনুযায়ী কোনও অ্যাপ নিজের পরিমাপকে সাজিয়ে নেবে। এতে অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হবে।
২. দীর্ঘদিনের চাহিদা মেনে অ্যাপ আর্কাইভ ও আনআর্কাইভের সুবিধা আসছে। অর্থাৎ যে অ্যাপটি সচরাচর ব্যবহার করা হয় না, তা আর্কাইভ করে রাখা যাবে। ফলে স্টোরেজ স্পেস খানিকটা হলেও বাঁচবে।

৩. নতুন আপডেটে দৃষ্টিহীনরা বিশেষ সুবিধা পাবেন। ব্রেইল ভাষার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
৪. 'সেলুলার নেটওয়ার্ক সিকিউরিটি' অপশনের মাধ্যমে এনক্রিপশন সেটিংস আরও শক্তিশালী হবে।
৫. নতুন ভার্সানে ডিফল্ট ওয়ালেট অ্যাপ পাবেন। এতে অনলাইন পেমেন্ট করা আরও সহজ হয়ে উঠবে।
৬. Pixel ফোন ব্য়বহারকারীরা এবার নিজেদের মতো করে আবহাওয়ার ইউজেট ব্যবহার করতে পারবেন।

[আরও পড়ুন: গ্যাংস্টারদের হুমকি ‘পকেটে’! ‘কোনও কাজ বাতিল হবে না’, বুক ফুলিয়ে জানালেন সলমন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এর আগে জোড়া ডেভেলপারের দেওয়া আপডেটে বোঝা গিয়েছিল যে একাধিক ফিচার যুক্ত হবে।
  • কিন্তু এবার জানা গেল, কী কী নতুন ফিচার ব্যবহারের সুযোগ পাবেন অ্যান্ড্রয়েড ইউজাররা।
  • আগামী মে মাসে গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে অ্যান্ড্রয়েড ১৫।
Advertisement