shono
Advertisement

Breaking News

‘ওঁর হাসিটা মনে থাকবে’, ইরফানের মৃত্যুতে শোকস্তব্ধ ‘আ মাইটি হার্ট’ সহ-অভিনেত্রী অ্যাঞ্জেলিনা

নাতালি, ক্রিস প্যাট, ফ্রিডার মতো শোকপ্রকাশ করেছেন ইরফানের অন্যান্য হলিউড সহ-অভিনেতারাও। The post ‘ওঁর হাসিটা মনে থাকবে’, ইরফানের মৃত্যুতে শোকস্তব্ধ ‘আ মাইটি হার্ট’ সহ-অভিনেত্রী অ্যাঞ্জেলিনা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:48 AM May 01, 2020Updated: 11:49 AM May 01, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘আ মাইটি হার্ট’। এক পাকিস্তানী সাংবাদিকের অপহরন ও খুনের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া এই হলিউড ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান খান। এই ছবির সুবাদেই ইরফানকে সহ-অভিনেতা হিসেবে পেয়েছিলেন হলিউডের খ্যাতনামা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ভারতীয় অভিনেতার প্রয়াণে সে ছবির প্রসঙ্গ তুলেই স্মৃতির সরণিতে হাঁটলেন অ্যাঞ্জেলিনা।

Advertisement

৫৪ বছর বয়সি এই অভিনেতা আর নেই, জেনে দূরদেশেই শোকস্তব্ধ অ্যাঞ্জেলিনা জোলি। “ওঁর মহত্বই ওঁকে শিল্পী হিসেবে অন্যদের থেকে স্বতন্ত্র রেখেছে। ইরফানের কাজ করার আতিশয্য, একজন অভিনেতা হিসেবে কাজের প্রতি ওঁর প্রতিশ্রুতির জন্যই ওঁর সঙ্গে যে কোনও ছবিতে যে কোনও দৃশ্যে কাজ করতে ভাল লাগত। আর ওঁর মুখের ওই হাসিটা ভোলবার নয়! ইরফানের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। সারা বিশ্ব তথা ভারতের ছড়িয়ে থাকা ওঁর গুণমুগ্ধ ভক্তদের প্রতিও সহমর্মিতা জানাই”, মন্তব্য জোলির।    

মাইকেল উইন্টারবটম পরিচালিত ‘আ মাইটি হার্ট’ ছবিতেই শুধুমাত্র একসঙ্গে কাজ করেছিলেন ইরফান এবং জোলি। সেই একটা ছবিতে কাজ করেও ইরফানের মতো একজন মানুষ তথা অভিনেতাকে ভোলেননি খ্যাতনামা এই হলিউড অভিনেত্রী। ড্যানিয়েল পার্ল নামের একজন মার্কিন সাংবাদিককে অপহরণ করে পাক সীমান্তে খুন করার ঘটনার ভিত্তিতে তৈরি হয়েছে এই ছবি। যেখানে ড্যানিয়েলের বিধবা স্ত্রী মারিয়ান পার্লের চরিত্রে অভিনয় করেছিলেন অ্যাঞ্জেলিনা। এই ছবিতেই করাচি পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান। যে চরিত্রের নাম ছিল জিশান কাজমি।

‘আ মাইটি হার্ট’ ছবির দৃশ্য

প্রসঙ্গত ইরফান ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘ইনফার্নো’, ‘লাইফ অফ পাই’ থেকে শুরু করে ‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান’-এর মতো একাধিক জনপ্রিয় হলিউডছবিতে অভিনয় করেছেন। ভারতীয় অভিনেতা হয়েও বিদেশের মাটিতে এভাবে খ্যাতি এবং গুণীশিল্পী হিসেবে সমাদৃত হয়েছেন, ইরফানের মতো উদাহরণ অতীতেও ছিল না। এখনও নেই।

অ্যাঞ্জলিনা জোলি ছাড়াও নাতালি পোর্টম্যান, ক্রিস প্যাট, কোলিন ট্র্যাভোর, ফ্রিডা পিন্টো-সহ পরিচালক ড্যানিয়েল বয়েলের মতো অনেক হলিউড তারকাই শোকপ্রকাশ করেছেন ইরফান খানের মৃত্যুতে। ‘ইনফার্নো’র প্রচারে ভারতে এসে একবার প্রখ্যাত হলিউড অভিনেতা টম হ্যাংকস মজাচ্ছলে জানিয়েছিলেন যে “ইরফানই আমার ‘ দ্য কুলেস্ট গাই’ তকমাটা ছিনিয়ে নিল!”

E

 

নাতালি পোর্টম্যানের সঙ্গে ইরফান

[আরও পড়ুন: ঋষি-নীতুর প্রেমকাহিনি সিনেমার মতোই! হাজার কলহ সত্ত্বেও সম্পর্কে মাধুর্য বাঁচিয়ে রেখেছিলেন]

নাতালি নিউ ইয়র্ক, আই লাভ ইউ ছবির দৃশ্য শেয়ার করে বলেছেন, “ইরফানের ভালবাসার সমস্ত মানুষকে ভালবাসা জানালাম।” ইরফানের ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সহ অভিনেতা ক্রিস প্যাটের কথায়, ইরফানের মতো একজন কিংবদন্তী অভিনেতার প্রয়াণে কষ্ট পেলাম। ভাল অভিনেতা হওয়ার পাশাপাশি ও খুব ভাল একজন মানুষও। এই ছবিতে ও মাসারানির চরিত্রে অভিনয় করেছিল। ড্যানিয়েল বয়েল ‘স্লামডগ মিলিয়নিয়র’-এর কথা স্মরণ করে বললেন, চিত্রনাট্যে ওত অংশ থাকলেও ইরফান নিজের উৎকর্ষ, গুণে চরিত্রটিকে সম্ভাবনাময় করে তুলেছিলেন।  

 

[আরও পড়ুন: ঠিক যেন সিনেমা! ইরফান-ঋষির ‘ডি-ডে’ ছবির দৃশ্যই বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়]

The post ‘ওঁর হাসিটা মনে থাকবে’, ইরফানের মৃত্যুতে শোকস্তব্ধ ‘আ মাইটি হার্ট’ সহ-অভিনেত্রী অ্যাঞ্জেলিনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement