সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘আশ্রম চ্যাপ্টার ২’র (Aashram Chapter 2) প্রথম ঝলক শেয়ার করেছিলেন ববি দেওল (Bobby Deol)। সপ্তাহ খানেকের মধ্যেই শুরু হয়ে গেল বিতর্ক। কাঠগড়ায় পরিচালক-প্রযোজক প্রকাশ ঝা (Prakash Jha)। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘প্রকাশ ঝা অ্যাটাকস হিন্দু ফেথ’(#PrakashJhaAttacksHinduFaith)।
এম এক্স প্লেয়ারের (MX Player) এই ক্রাইম ড্রামা সিরিজের প্রথমভাগে দলিত-নিচু জাতের মানুষের ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল বাবা নিরালার চরিত্রকে (ববি দেওল)। পাশাপাশি আভাস দেওয়া হয়েছিল তাঁর অন্য এক অন্ধকার জগতের। সিরিজের প্রথমভাগের শেষে দেখানো হয়েছিল নিজের ভক্ত ‘সত্তি’র সুন্দরী স্ত্রী ববিতাকে নেশায় আচ্ছন্ন করে তাঁকে ধর্ষণ করছেন মন্টি ওরফে বাবা নিরালা। নতুন ভাগের প্রথম ঝলকে স্বঘোষিত বাবার ভিন্ন চেহারার কাহিনি তুলে ধরা হবে। এমনই ইঙ্গিত দিয়েছিলেন প্রকাশ ঝা। এতেই ক্ষিপ্ত নেটদুনিয়ার একাংশ। অভিযোগ, হিন্দু বিরোধী সিরিজের পরিচালক। এই সিরিজের মাধ্যমে তিনি হিন্দু ধর্মের অপমান করছেন। এক সাধুকে ধর্ষক, মাদক কারবারি হিসেবেও দেখানো হচ্ছে। পাশাপাশি সিরিজের লেখক হাবিব ফয়জল মুসলিম হওয়ায় সিরিজ বয়কটের ডাকও দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: দীপিকার ম্যানেজারের বাড়ি থেকে উদ্ধার মাদক, NCB’র সমন জারির পরই নিখোঁজ করিশ্মা!]
১১ নভেম্বর থেকে দেখা যাবে ‘আশ্রম চ্যাপ্টার ২’র নতুন এপিসোড। ববি দেওল ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চন্দন রায় সান্যাল, ত্রিধা চৌধুরী, দর্শন কুমার, অনুপ্রিয়া গোয়েঙ্কা, তুষার পাণ্ডে, অদিতি পোহাঙ্কর।