shono
Advertisement
Sushant-Ankita

মৃত্যুবার্ষিকীর মাসে সুশান্তর স্মৃতিতে কাতর অঙ্কিতা, লিখলেন নিজেদের 'পবিত্র রিশতা'র গল্প

চিরন্তন ভালোবাসার কথা মনে করালেন অভিনেত্রী।
Published By: Suparna MajumderPosted: 12:34 PM Jun 02, 2024Updated: 12:38 PM Jun 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ জুন ২০২০। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অনুরাগীদের কাছে এই দিনটি অভিশপ্ত। চার-চারটে বছর হতে চলল। কিন্তু সুশান্তের অস্বাভাবিক মৃত্যু যেন কিছুতেই মেনে নেওয়া যায় না। সামনে আরেকটা ১৪ জুন আসতে চলেছে। এমন সময় সুশান্তের স্মৃতিতে কাতর অঙ্কিতা লোখণ্ডে (Ankita Lokhande)। সোশাল মিডিয়ায় লিখলেন নিজেদের 'পবিত্র রিশতা'র গল্প।

Advertisement

২০০৯ সালের পয়লা জুন থেকে শুরু হয়েছিল হিন্দি সিরিয়াল ‘পবিত্র রিস্তা’র সম্প্রচার। এই সিরিয়ালে সুশান্তের (Sushant Singh Rajput) সঙ্গে জুটি বেঁধেছিলেন অঙ্কিতা। রিল লাইফের ভালোবাসার প্রভাব রিয়্যাল লাইফেও পড়ে। সুশান্ত-অঙ্কিতার প্রেম শুরু হয়। একসঙ্গে রিয়্যালিটি শোয়েও অংশ নিয়েছিলেন দু’জনে। এর পরই সুশান্তের বড়পর্দার যাত্রা শুরু হয়। একের পর এক সাফল্য পেতে শুরু করেন অভিনেতা। তার কিছুদিন পরই দু’জনের সম্পর্ক ভেঙে যায়।

[আরও পড়ুন: ‘পঞ্চায়েত’ তারকাদের উপার্জন ফাঁস! ‘সচিবজি’, ‘প্রধানজি’দের আয় জানলে চমকে যাবেন]

সুশান্তের মৃত্যুর পর আর তিক্ততাকে মনে রাখেননি অঙ্কিতা। তাঁর শেষকৃত্যেও গিয়েছিলেন অভিনেত্রী। এমনকী, রিয়ালিটি শো 'বিগ বস'-এও সুশান্তের কথা একাধিকবার বলেছেন তিনি। শনিবার সোশাল মিডিয়ায়, 'পবিত্র রিশতা' সিরিয়ালের একাধিক ছবি শেয়ার করেছেন অঙ্কিতা। সিরিয়ালের ১৫ বছরের কথা বলতে গিয়ে তিনি দুই চরিত্রের ভালোবাসা, বিয়ে সম্পর্ক ও বোঝাপড়ার কথা বলেন। দর্শকদের থেকে পাওয়া প্রশংসার কথাও উল্লেখ করেন।

 

সিরিয়ালে মানবের চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত। অঙ্কিতা হয়েছিলেন অর্চনা। সেই প্রসঙ্গে চর্চা করতে গিয়েই অভিনেত্রী লেখেন, "মানব ছাড়া অর্চনার কোনও অস্তিত্ব নেই। এটা যতটা আমার সেলিব্রেশন, ততটাই ওর (সুশান্ত)। তুমি যে খ্যাতি পেয়েছো আর যে ধরনের অভিনয় দক্ষতা দেখিয়েছো তাতে আমরা গর্বিত। আর মনে রেখো, আকাশে যতদিন তারা থাকবে, আমরা একে অন্যের সঙ্গে থাকব। কাছে থাকি বা দূরে, মাঝে শুধুই ভালোবাসা থাকবে। পবিত্র রিশতা তখনও, এখনও আর চিরন্তন।"

[আরও পড়ুন: মৃত্যুবার্ষিকীর মাসে সুশান্তর স্মৃতিতে কাতর অঙ্কিতা, লিখলেন নিজেদের ‘পবিত্র রিশতা’র গল্প]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৪ জুন ২০২০। সুশান্ত সিং রাজপুতের অনুরাগীদের কাছে এই দিনটি অভিশপ্ত।
  • সামনে আরেকটা ১৪ জুন আসতে চলেছে। এমন সময় সুশান্তের স্মৃতিতে কাতর অঙ্কিতা লোখণ্ডে।
Advertisement