shono
Advertisement

স্বাধীনতা দিবসে বড় ঘোষণার আভাস অঙ্কুশের, এবার প্রযোজক হচ্ছেন?

সোশ্যাল মিডিয়ায় নতুন শুরুর ইঙ্গিত দিয়েছেন টলিউড তারকা।
Posted: 08:44 PM Aug 14, 2022Updated: 08:44 PM Aug 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসে (Independence Day 2022) বড় ঘোষণা করতে চলেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন তিনি। তাতেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। অভিনেতা কি নতুন ছবির ঘোষণা করতে চলেছেন? নাকি এবার প্রযোজনার দুনিয়ায় পা রাখতে চলেছেন? এমনই প্রশ্ন উঠছে।

Advertisement

 

১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতার ৭৫ বছরে বড় ঘোষণা করতে চলেছেন, এমনটাই সোশ্যাল মিডিয়ায় লেখেন অঙ্কুশ। নিজের পোস্টে অভিনেতা জানান, এই ঘোষণা খুবই স্পেশ্যাল। আর তা অনুরাগী ও দর্শকদের গত ১২ বছরের ভালবাসা ছাড়া সম্ভব হত না। সকলের প্রতি ভালবাসা ব্যক্ত করেন অঙ্কুশ। আগামী দিনে আরও ভালভাবে কাজ করার আশ্বাস দেন। 

[আরও পড়ুন: উদ্দাম যৌনতার ভিডিও ফাঁস! প্রতিক্রিয়া দিতে গিয়ে কেঁদে ভাসালেন ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি

টলিউড তারকার এমন পোস্টের পরই জল্পনা শুরু হয়েছে। তাহলে কি এবার দেব, জিতের মতো অঙ্কুশও প্রযোজক হচ্ছেন? এমন প্রশ্ন উঠছে। এর মধ্যেই এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে অনুমান করা হচ্ছে, ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’ নামে প্রযোজনা সংস্থার ঘোষণা করতে চলেছেন অভিনেতা। আর সেই ব্যানারেই নাকি ‘মির্জা’ নামের ছবি তৈরি করবেন। যার পরিচালনার দায়িত্বে থাকবেন সুমিত ও সাহিল।

 

শোনা যাচ্ছে, নিজের প্রযোজিত ছবিতে অভিনয়ও করবেন অঙ্কুশ। অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে তাঁকে। সেপ্টেম্বরে ছবির টিজারের শুটিং হতে পারে। ২০১০ সালে ‘কেল্লাফতে’ সিনেমার মাধ্যমে টলিউডে নিজের সফর শুরু করেন অঙ্কুশ। তারপর কখনও রোম্যান্স, কখনও অ্যাকশন, কখনও কমেডির বা ড্রামার মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেছেন। এবার যদি সত্যিই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন, তাহলে তা অবশ্যই অভিনেতার অনুরাগীদের কাছে বাড়তি পাওনা হবে। 

[আরও পড়ুন: ​‘লাল সিং চাড্ডা’র মতো শাহরুখের ‘পাঠান’ বয়কটের ডাক, খুনের হুমকি পেলেন যোগী ঘনিষ্ঠ সাধু

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement