shono
Advertisement
Prosenjit-Trishanjit

বাবা-ছেলে সুপারহিট! 'চিরদিনই...' গান বাজতেই মিশুকের হাত ধরে নাচ প্রসেনজিতের

ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা।
Published By: Suparna MajumderPosted: 08:12 PM Jan 06, 2025Updated: 08:12 PM Jan 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমনি বাবা, তেমনই ছেলে। তাতেই 'চিরদিনই তুমি যে আমার...' গানের স্মৃতি এল ফিরে। ডান্স ফ্লোর মাতিয়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তৃষাণজিৎ চট্টোপাধ্যায় ওরফে মিশুক। আটের দশকের সুপারহিট গানে একে অন্যের হাত ধরে নেচে উঠলেন দুজন। ভিডিও ঘিরে শোরগোল নেটদুনিয়ায়। একেই বলে 'বাপকা বেটা!', বলছেন মুগ্ধ নেটিজেনরা।

Advertisement

সন্তানকে ভালোভাবে বড় হতে দেখা বাবা-মায়ের কাছে স্বপ্নের মতো। যা বাস্তবে পরিণত হলে খুশির ঠিকানা থাকে না। ঠিক এমনটাই হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে। সোমবার জীবনের নতুন বছরে পা রাখলেন মিশুক। তার জন্যই এই সেলিব্রেশন। বাবার সিনেমার গানে তাঁর সঙ্গে নাচলেন তালমিলিয়ে।

সোশাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন প্রসেনজিৎ। ক্যাপশনে ছেলেকে ট্যাগ করে সুপারস্টার লিখেছেন, 'শুভ জন্মদিন মিশুক। আমি জানি তুই বড় হয়ে যাচ্ছিস। কিন্তু আমার কাছে সবসময় আমার ছোট্ট বাচ্চাই থাকবি। তোর জন্য খুব খুব গর্ব বোধ করি। অনেক ভালোবাসা আর আশীর্বাদ।'

প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে মিশুক। গত বছরই তাঁর গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে। কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছেন তারকা সন্তান। সেই ভিডিও শেয়ার করেছিলেন প্রসেনজিৎ। বাবার মতোই হ্যান্ডসাম তৃষাণজিৎ। প্রথমে অভিনয়ে আসার ইচ্ছে নাকি তাঁর ছিল না। ফুটবলই ছিল ধ্যান আর জ্ঞান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ইচ্ছেও পালটায়। বিদেশে পড়াকালীনই নাটকে অভিনয় করেছেন তৃষাণজিৎ । বাবার গানে রিল ভিডিও-ও করতে দেখা গিয়েছে তাঁকে। এবার কী তাহলে অভিনয় জগতে প্রবেশের অপেক্ষা? আশায় দিন গুনছেন অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যেমনি বাবা, তেমনই ছেলে। তাতেই 'চিরদিনই তুমি যে আমার...' গানের স্মৃতি এল ফিরে।
  • ডান্স ফ্লোর মাতিয়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তৃষাণজিৎ চট্টোপাধ্যায় ওরফে মিশুক।
Advertisement