shono
Advertisement
Shah Rukh-Gauri

নতুন বছরে মক্কায় শাহরুখ-গৌরী! ভাইরাল ছবির সত্যিটা জানুন

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবিটি। কৌতূহলী নেটিজেনরা।
Published By: Suparna MajumderPosted: 09:02 PM Jan 06, 2025Updated: 09:24 PM Jan 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে মক্কায় শাহরুখ-গৌরী, সঙ্গী আরিয়ান খান! এমনই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে এক্স হ্যান্ডেলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ছবিটি। তাহলে কি বিয়ের ৩৩ বছর ধর্ম পালটে ফেললেন শাহরুখপত্নী গৌরী খান? এমন প্রশ্ন কৌতূহলী নেটিজেনদের।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবিটি পুরোপুরি ভুয়ো। শাহরুখ, গৌরী ও আরিয়া আসলে ডিপফেকের শিকার। ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও-ছবি নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। এর আগে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খান, আলিয়া ভাট, রশ্মিকা মন্দানা ডিপফেকের শিকার হয়েছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

কেরিয়ারের একেবারে শুরুতে গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ। পরিবারের অসন্তোষ সহ্য করেই উঠতি অভিনেতার গলায় মালা দিয়েছিলেন গৌরী। বলিউডে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া চলতেই থাকে, সেখানে শাহরুখ-গৌরীর সংসার আজও অটুট। ২০০৫ সালে 'কফি উইথ করণ' শোয়ে গিয়ে নিজেদের সম্পর্কের ভারসাম্য নিয়ে কথা বলেছিলেন গৌরী।

শোয়ের সঞ্চালক করণ জোহরকে শাহরুখপত্নী সেই সময় জানিয়েছিলেন, তাঁদের সম্পর্কে সবসময় একটা ভারসাম্য থাকে। স্বামী শাহরুখের ধর্মীয় বিশ্বাসকে তিনি সম্মান করেন। কিন্তু তার মানে এই নয় যে নিজে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে যাবেন। এমন কাজে তিনি বিশ্বাসী নন। প্রত্যেক মানুষের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার রয়েছে। এক্ষেত্রে পারস্পরিক সম্মান থাকা বাঞ্চনীয়। শাহরুখের তিন ছেলেমেয়েও এভাবেই বড় হয়েছে। আরিয়ান, সুহানা, আব্রাম যেমন ইদ পালন করে, তেমনই উদযাপন করে দিওয়ালি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবিটি পুরোপুরি ভুয়ো।
  • সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবিটি পুরোপুরি ভুয়ো।
Advertisement