shono
Advertisement

Breaking News

‘খোঁজো দেখি আমায়!’, গোয়ার ঠান্ডা ঝর্ণার জলে ডুব দিয়ে লুকোচুরি খেলা অঙ্কুশের

বন্ধুর বিয়ের ফাঁকে গোয়ায় চুটিয়ে আনন্দ করেছেন টলিউড তারকা। দেখুন ভিডিও।
Posted: 02:55 PM Nov 20, 2021Updated: 02:55 PM Nov 20, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়ের বুক চিরে নিচের দিকে নেমে আসছে দুধ-সাদা ঝর্ণার জল। নিচে এসে তা আবার ভিন্ন রূপ ধারণ করছে। হিমশীতল জলে সামান্য সবুজ আভা দেখা যাচ্ছে। মিঠে রোদে এমনই জলে নেমে পড়েন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।  ভিডিও আপলোড করে ক্যাপশনে লেখেন, ‘খোঁজো দেখি আমায়!’

Advertisement

ঠিক যেন লুকোচুরি খেলার আদলে ক্যাপশনের কথাটি লিখেছেন অঙ্কুশ। তাঁকে অবশ্য সহজেই খুঁজে ফেলেছেন অনুরাগীরা। জেনে গিয়েছেন, অঙ্কুশের এই ভিডিওটি গোয়ার দুধসাগর জলপ্রপাতে তোলা।  পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা এই জলপ্রপাত। অনেকেই ঝর্ণার জলে নেমে পড়েন লাইফ জ্যাকেট গায়ে চাপিয়ে। অঙ্কুশের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। অনেক দূর থেকে তোলা হয়েছে ভিডিওটি। প্রথমে পর্যটকদের ভিড়ের মাঝে অঙ্কুশকে চেনাই দায় হয়ে উঠেছিল।

 

[আরও পড়ুন: ব্যাগে লক্ষ লক্ষ টাকা! শিয়ালদহের ২ টিকিট পরীক্ষককে চাকরি থেকে বরখাস্ত করল রেল

ক্যামেরা একটু জুম করতেই দেখা যায় অঙ্কুশ। দূর থেকেই ইশারায় তারকা বুঝিয়ে দেন ঝর্ণার জল বেশ ঠান্ডা। অবশ্য মিঠে রোদে তা উপভোগও করছিলেন অঙ্কুশ। তাই মুখে ছিল চেনা হাসিটি। অঙ্কুশের এই ভিডিওটি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। অনেকেই প্রশংসা করেছেন। 

[আরও পড়ুন: International Men’s Day: ‘এই গ্রহের সবচেয়ে বিস্ময়কর মানুষকে…’, শোভনকে বিশেষ বার্তা বৈশাখীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement