shono
Advertisement

কেজরিওয়ালের উপর আর আশা নেই, জানালেন ক্ষুব্ধ আন্না

“অরবিন্দ বহুদিন ধরে আমার সঙ্গেই ছিল৷ আমি ভেবেছিলাম ও দেশের রাজনীতি ও জাতিকে একটি নতুন দিশা দেখাতে পারবে৷” The post কেজরিওয়ালের উপর আর আশা নেই, জানালেন ক্ষুব্ধ আন্না appeared first on Sangbad Pratidin.
Posted: 06:18 PM Sep 07, 2016Updated: 12:48 PM Sep 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্না হাজারের আন্দোলন থেকেই উত্থান হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের৷ সাধারণ এক নাগিরক থেকে দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে উঠে সেলুলয়েডের কাহিনীকে মনে করিয়ে দিয়েছিলেন তিনি৷ কিন্তু বাস্তব বড় কঠোর৷ আর তাই খোদ আন্নাই জানিয়ে দিলেন, কেজরির উপর তাঁর আর কোনও আশা নেই৷

Advertisement

সাম্প্রতিক অতীতে নানা দুর্নীতির অভিযোগে জেরবার হয়েছে কেজরির দল৷ তাঁর দলের মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও উঠেছে৷ যে প্রতিশ্রুতি নিয়ে আপের আগমন হয়েছিল ভারতীয় রাজনীতিতে, তা যে অনেকটাই ফিকে তা বলার অপেক্ষা রাখে না৷ এ কথাই যেন শোনা গেল প্রবীণ আন্নার মুখে৷ কেজরিওয়ালের উপর তাঁর কতখানি আশা ছিল তা জানিয়ে আন্না বলেন, “অরবিন্দ বহুদিন ধরে আমার সঙ্গেই ছিল৷ আমি ভেবেছিলাম ও দেশের রাজনীতি ও জাতিকে একটি নতুন দিশা দেখাতে পারবে৷ ও গ্রাম স্বরাজের উপর বই লিখেছিল৷ কিন্তু এখন যেটা হচ্ছে সেটাকে কি গ্রাম স্বরাজ বলব? ওর উপর আমার যা আশা ছিল তা উবে গিয়েছে৷”

কেজরিওয়াল ও তাঁর দলের এই অবস্থার জন্য দলীয় সিদ্ধান্তকেই প্রকারন্তরে দায়ী করেছেন আন্না৷ জানিয়েছেন, “যে কোনও দলে যখন কেউ যোগ দিতে যাচ্ছে, তখন দেখে নেওয়া উচিত তিনি কেমন লোক৷” এ ব্যাপারে তিনি কেজরিওয়ালকে আগেও সতর্ক করেছিলেন৷ কিন্তু দল বাড়াতে গিয়েই সম্ভবত কেজরি আর সেদিকে নজর দিতে পারেননি৷ ফলে দলের বহু নেতার দুর্নীতি ও কুকর্মে জড়িয়ে পড়ার দায় মাথায় নিতে হচ্ছে তাঁকেই৷ আপের নেতাদের এই পরিণতি দেখে আন্না যে দুঃখিত ও ক্ষুব্ধ, তাই খোলাখুলি জানিয়ে দিলেন তিনি৷

The post কেজরিওয়ালের উপর আর আশা নেই, জানালেন ক্ষুব্ধ আন্না appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement