shono
Advertisement

কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন ‘গুরু’ আন্না হাজারে, কাকে বিঁধলেন?

এদিকে জামিন মামলা সুপ্রিম কোর্টে ওঠার আগেই প্রত্যাহার করে নিলেন কেজরির আইনজীবীরা।
Posted: 01:49 PM Mar 22, 2024Updated: 01:52 PM Mar 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ের ‘ছায়াসঙ্গী’, ‘শিষ্য’। দুর্নীতির বিরুদ্ধে তাঁর আন্দোলনের জোরেই দিল্লির মসনদের অলিন্দে পৌঁছে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই কেজরিওয়াল এবার দুর্নীতির অভিযোগেই গ্রেপ্তার। নিজের প্রিয় শিষ্যর এই পরিণতি নিয়ে এবার মুখ খুললেন আন্না হাজারে। তিনি স্পষ্ট বলে দিলেন, ‘কেজরিওয়াল নিজের কৃতকর্মের ফল ভোগ করছেন।’

Advertisement

সালটা ২০১৩। দিল্লিতে তখন কংগ্রেসের সরকারের শেষ সময়। মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। সেসময় এই অরবিন্দ কেজরিওয়ালই কংগ্রেস সরকার তথা শীলা দীক্ষিতের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে তুলকালাম বাঁধিয়ে দিয়েছিলেন। এমনকী দিল্লির দুর্নীতির প্রতিবাদে আন্না হাজারেকে সঙ্গে নিয়ে অনশনেও বসে পড়েন। দাবি করেন, শীলা দীক্ষিতের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ হিসাবে লক্ষ লক্ষ নথি রয়েছে তাঁর হাতে। ‘স্বচ্ছ্ব’ ভাবমূর্তির আন্না হাজারে তাঁর সঙ্গে ধরনায় বসে পড়ায় জনমানসে বৈধতা পেয়ে যায় কেজরিওয়ালের আন্দোলন।

[আরও পড়ুন : শুভেন্দুর ‘আপত্তি’তে মেদিনীপুরে অনিশ্চিত দিলীপ! রাজমাতাকে নিয়ে চরমে অন্তর্কলহ]

সেসময় আন্না হাজারে দাবি করেছিলেন, তাঁর আন্দোলন অরাজনৈতিক, শুধুই দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু পরবর্তী কালে দেখা যায় তাঁর ছায়াসঙ্গী কেজরিওয়াল সরাসরি রাজনীতিতে যোগ দিলেন এবং ক্ষমতার অলিন্দে চলে এলেন। আন্না এখন বলছেন, ক্ষমতার লোভই কেজরিওয়ালকে দিয়ে ‘নীতি বিরুদ্ধ’ কাজ করাচ্ছে। যার ফলও তাঁকে ভুগতে হবে। আন্নার বক্তব্য,”আমি কেজরিওয়ালের ভূমিকায় ব্যাথিত। ও আমার সঙ্গে কাজ করেছে, একটা সময় মদের বিরুদ্ধে আন্দোলন করতে। সেই আজ মদ নিয়ে নীতি তৈরি করছে।” পরক্ষণেই আন্নার শ্লেষ,”ওঁর কীই বা করার ছিল। ক্ষমতার সামনে সবকিছুই শক্তিহীন। এবার ওর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার, সেটা আইনের পথেই নেওয়া হোক।”

[আরও পড়ুন : সাতসকালে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা, কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ এলাকা]

এদিকে কেজরিওয়ালের জামিনের দাবিতে এদিনই সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। কিন্তু মামলার শুনানির আগেই সেটা প্রত্যাহার করে নেওয়া হয়। কেজরির আইনজীবীরা জানান, তাঁরা এবার নিম্ন আদালতে আবেদন করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement