সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গলের বুনো গন্ধ। টানটান থ্রিলার। দুরন্ত অ্যাকশন। এক 'বহুরূপী'র (Bohurupi) অন্দরে এতকিছু সাজিয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শিবপ্রসাদ নিজে এখানে অভিনয় করেছেন। এদিকে 'রক্তবীজ'-এর পর ফের পুলিশ অফিসারের ভূমিকায় আবির চট্টোপাধ্যায়। পাওনা ঋতাভরী চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়ও। অর্থাৎ বাঙালির পুজো এবার জমজমাট। যার আভাস পাওয়া গেল ছবির অ্যানাউন্সমেন্ট টিজারে।
গত ১৪ আগস্ট 'বহুরূপী'র টিজার প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন ছিল মেয়েদের 'রাত দখল' অভিযানের পালা। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার বিচার চেয়ে সমস্ত মেয়েদের রাস্তায় নামার ডাক দেওয়া হয়েছিল। এই আন্দোলনকে সমর্থন জানিয়ে ছবির টিজার লঞ্চের অনুষ্ঠান বাতিল করা হয়।
[আরও পড়ুন: ‘এ কেমন ছাত্র দেখালে?’ নবান্ন অভিযান নিয়ে প্রশ্ন ঋত্বিকের, সোচ্চার সুদীপা-রূপালিরাও]
টলিপাড়ার সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গত বছরের পুজোয় বক্স অফিসের গেম চেঞ্জার ছিল তাঁদের ‘রক্তবীজ’। এবার 'বহুরূপী'র পালা। ছবিতে বিক্রমের ভূমিকায় অভিনয় করেছেন শিবপ্রসাদ। মানুষ এক হলেও যার রূপ অনেক। অন্যদিকে, আইজি পঙ্কজ সিনহা হয়ে নজর কেড়েছিলেন আবির। এবার অভিনেতাকে দেখা যাচ্ছে এসআই সুমন্ত ঘোষাল হিসেবে। একেবারে 'রাউডি' মেজাজে।
এই দুই নায়কের পাশাপাশি নজর কেড়েছেন ঋতাভরী চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়। ঋতাভরীর চরিত্র পরীর মধ্যে রয়েছে ভালোবাসার ছোঁয়া। অন্যদিকে কৌশানির ঝিমলি চরিত্র যেন পলাশ ফুলের মতো। মাটির সোঁদা গন্ধ রয়েছে তাতে। ২০১১ সাল থেকেই এই ছবি তৈরি করার স্বপ্ন ছিল শিবপ্রসাদের। অবশেষে সেই স্বপ্নপূরণ হয়েছে। ছবির শুটিং করতে গিয়ে পরিচালক-অভিনেতা আহতও হয়েছেন। ভর্তি হতে হয়েছে হাসপাতালে। সুস্থ হয়ে আবারও কাজ শুরু করে দেন তিনি। এবার বক্স অফিসের পালা।