shono
Advertisement

রাম মন্দির ইস্যুতে বিস্ফোরক অভিনেতা অন্নু কাপুর

নাম না করে আক্রমণ করলেন হিন্দুত্ববাদীদের৷ The post রাম মন্দির ইস্যুতে বিস্ফোরক অভিনেতা অন্নু কাপুর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:27 PM Nov 18, 2018Updated: 06:34 PM Nov 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে অযোধ্যা মামলা৷ কিন্তু তার আগেই বিল পাশ করিয়ে মন্দির নির্মাণের কাজ শুরু করার পক্ষপাতী আরএসএস-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ এ জন্য এখন থেকেই কেন্দ্রের উপর চাপ বাড়াতে শুরু করেছে তাঁরা৷ এমন টানাপড়েনের মধ্যে নাম না করে হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে কটাক্ষ করলেন বিখ্যাত বলিউড অভিনেতা অন্নু কপুর৷ মন্দির নিয়ে তাঁদের এই হাঁকডাকের সমালোচনা করলেন তিনি৷

Advertisement

[‘কেবিসি’-র ফাইনালের মঞ্চে কপিল, বিগ বি-কে শোনালেন গানও]

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অন্নু কাপুর৷ সেখানে তাঁকে রাম মন্দির নির্মাণের বিষয়ে প্রশ্ন করা হয়৷ অনেকটা ভেবে তিনি বলেন, “রাম মন্দির নির্মাণের বিষয়টি সুপ্রিম কোর্টের উপরেই ছেড়ে দেওয়া উচিত৷ সংবিধান শীর্ষ আদালতকে বিচারের ক্ষমতা দিয়েছে৷ ফলে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত৷” উনিশের ভোট যত এগিয়ে আসছে তত মন্দির ইস্যুকে চাগিয়ে তুলতে চাইছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ শীর্ষ আদালতের রায় ঘোষণার আগেই অর্ডিন্যান্স জারি করে মন্দির নির্মাণের দাবি তুলেছেন তাঁরা৷ এই দাবিকেই এবার কটাক্ষ করেছেন এই বলিউড অভিনেতা৷ নাম না করে তিনি আক্রমণ করেছেন হিন্দুত্ববাদীদের৷ তিনি জানান, “আমি চাইলেই আপনারা কি আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবেন? যা খুশি দাবি করা যেতেই পারে, কিন্তু এসবে কান না দেওয়াই ভাল৷”

[অপেক্ষার অবসান, কন্যা সন্তানের জন্ম দিলেন নেহা ধুপিয়া]

এখানেই শেষ নয়, ৬২ বছর বয়সি এই অভিনেতা সদর্পে বলেন যে, এখনও পর্যন্ত কোনও নির্বাচনে তিনি ভোটদান করেননি৷ জানান, “আমি দুর্নীতিগ্রস্তদের ভোট দিতে পারব না৷ আমি সেরা ব্যক্তিকে ভোট দেওয়ার পক্ষে৷ আর তাছাড়া, এই স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক আমি৷ ফলে আমি ভোট দেব কি দেব না, সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার৷”

The post রাম মন্দির ইস্যুতে বিস্ফোরক অভিনেতা অন্নু কাপুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement