shono
Advertisement

করোনায় আক্রান্ত দিল্লি মহল্লার আরও এক চিকিৎসক, কোয়ারেন্টাইনে রোগীরা

চিকিৎসকের বিদেশ যাত্রার ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে। The post করোনায় আক্রান্ত দিল্লি মহল্লার আরও এক চিকিৎসক, কোয়ারেন্টাইনে রোগীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:37 PM Mar 31, 2020Updated: 08:10 AM May 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির আরও এক চিকিৎসকের শরীরে মিলল করোনার নমুনা। দিল্লিতে দ্বিতীয়বার এক চিকিৎসকের শরীরে মিলল এই ভাইরাস। গত সপ্তাহে উত্তর-পূর্ব দিল্লির মৌজপুরের এক ক্লিনিকে চিকিৎসক, তাঁর স্ত্রী ও মেয়ের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। তাঁদের ১৪ দিনের জন্য কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এবার উত্তর-পূর্ব দিল্লিরই বাবরপুরের এই ঘটনা প্রকাশ্যে এল।

Advertisement

উত্তর-পূর্ব দিল্লিতে বাবরপুর মৌজপুর থেকে এক কিমি দূরে। গত সপ্তাহে এক চিকিৎসক, তাঁর স্ত্রী ও তার মেয়ের শরীরে করোনার নমুনা পাওয়ার পর ১২ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত যে রোগীরা ওই ক্লিনিকে এসেছিলেন তাঁদের সকলকে আগামী ১৫ দিন কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। করোনায় আক্রান্ত এই দ্বিতীয় চিকিৎসকের কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস ছিল কিনা কিংবা তিনি তেমন কারও সংস্পর্শে এসেছিলেন কিনা তা এখনও জানা যায়নি। গত দু’দিনে দিল্লিতে অন্তত ৫০টি কোভিড-১৯ পজিটিভ কেস ধরা পড়েছে। এর ফলে এখানে আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়েছে। এর মধ্যে মৃতের সংখ্যা হল ২। দিল্লির মৌজপুরে প্রথম করোনা সংক্রমণ দেখা যায় সৌদি ফেরত মহিলার শরীরে। তিনি কোভিড-১৯(COVID-19) সংক্রমণের লক্ষণ নিয়ে স্থানীয় ক্লিনিকে যান ১২ মার্চ। সেখানেই ৩৮ বছরের মহিলার শরীর থেকে সংক্রমণ ছড়ায়। পাঁচ দিন পরে ওই মহিলার শরীরে পরীক্ষার ফল পজিটিভ এলে চিকিৎসককেও হাসপাতালে ভর্তি করা হয়। এই মহিলার সংস্পর্ষে আসা আরও পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ মেলে। গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, গ্রামের মানুষদের পরিষেবা দিতে মহল্লা ক্লিনিকগুলি খোলা রাখা হবে। নাহলে গরিব মানুষকে দূরে হাসপাতালে যেতে হতে হবে। সেখানে চিকিৎসার খরচও বেশি। প্রসঙ্গত, দিল্লিতে দরিদ্রদের প.রিষেবার জন্যই মূলত এই ধরনের ক্লিনিকের পরিকল্পনা করেছে আম আদমি পার্টি। তবে মহল্লা ক্লিনিক থেকে রোগেরল সংক্রমণ বেশি ছড়িয়ে পড়ায় আপাতত কয়েকটি বন্ধ করা হচ্ছে।

[আরও পড়ুন:করোনার জেরে আগামী তিন মাস গ্রাহকদের থেকে EMI নেবে না এই ব্যাংকগুলি]

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত ১৪২৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪০ জন। বিশ্বব্যাপী ত্রাসের সঞ্চার করা এই ভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

[আরও পড়ুন:করোনা মোকাবিলায় অনুদান ঘোষণা রোহিতের, এগিয়ে এলেন পথকুকুরদের সাহায্যার্থে]

The post করোনায় আক্রান্ত দিল্লি মহল্লার আরও এক চিকিৎসক, কোয়ারেন্টাইনে রোগীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement