সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কানাডার (Canada) হিন্দু মন্দিরে ভারত বিরোধী স্লোগান লিখে হামলা চালানোর অভিযোগ উঠল। গত দু’মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এমন হামলার অভিযোগ উঠেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে। জানা গিয়েছে, শ্রী মাতা ভামেশ্বরী দুর্গা দেবী সোসাইটি মন্দিরের দেওয়ালে কালো রঙ দিয়ে ভারত ও হিন্দু বিরোধী স্লোগান লিখে পালিয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। প্রসঙ্গত, বেশ কয়েকমাস ধরেই কানাডায় হিন্দু বিরোধী কার্যকলাপ অনেক বেড়ে গিয়েছে।
গত ১২ আগস্ট কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশেই একটি মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল। তারপরেই বৃহস্পতিবার ফের প্রকাশ্যে আসে মন্দিরের দেওয়ালে লেখা ভারত বিরোধী স্লোগান। সেখানে লেখা ছিল, ‘মোদি (Narendra Modi) একজন সন্ত্রাসবাদী’, ‘পাঞ্জাব ভারতের অংশ নয়’-এর মত বেশ কিছু স্লোগান। ইতিমধ্যেই প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়েছে। তবে এখনও কোনও দুষ্কৃতী ধরা পড়েনি। চলতি বছরে এই নিয়ে চতুর্থবার হামলা হল কানাডার হিন্দু মন্দিরে।
[আরও পড়ুন: ‘একদম ঠিক কাজ করেছে ভারত’, প্রথমবার মোদি সরকারের নীতিকে সমর্থন মনোমোহনের]
প্রসঙ্গত, মাসখানেক আগেই ব্রিটিশ কলম্বিয়ার সারে-তে অবস্থিত লক্ষ্মী নারায়ণ মন্দির ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। যেটি কানাডার অন্যতম বিখ্যাত এবং বৃহত্তম মন্দির। মন্দিরে মেলা একটি পোস্টার লেখা ছিল, “১৮ জুনের হত্যাকাণ্ডে ইন্ডিয়ার হাত নিয়ে তদন্তে করছে কানাডা”। ওই পোস্টারের সঙ্গে পাওয়া যায় খালিস্তনি (Khalistani) জঙ্গি সংগঠন খলিস্তান টাইগার ফোর্সের প্রাক্তন প্রধান হরদীপ সিং নিজ্জরের ছবি।
চলতি বছরেই কানাডায় যথেষ্ট শক্তি প্রদর্শন করেছে খলিস্তানিরা। তাদের দাবি, ব্রিটেনে নিহত নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর সুবিচার চান তাঁরা। এই খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে বলেই দাবি খলিস্তানিদের। এই হত্যার নেপথ্যে ভারতকে দায়ী করে ভারতীয় দূতাবাসে প্রতিবাদ কর্মসূচিরও ডাক দিয়েছিল খলিস্তানিরা।