shono
Advertisement

Anubrata Mandal: ‘মক্কেল এত ভিআইপি! গর্ব হওয়া উচিত’, অনুব্রতর আইনজীবীর সঙ্গে মশকরা বিচারপতির

এদিকে, ফের পিছল অনুব্রত মণ্ডলের জামিন মামলা।
Posted: 06:36 PM Dec 23, 2022Updated: 07:20 PM Dec 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আপনার মক্কেল এত ভিআইপি, আপনার গর্ব হওয়া উচিত”, অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বলের সঙ্গে মশকরা কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। এদিকে, শুক্রবার ফের পিছল অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জামিন মামলা। দুবরাজপুর থানায় দায়ের হওয়া অনুব্রতর মামলার কেস ডায়েরি চাইল আদালত। আসানসোল বিশেষ আদালতের বিচারকের হুমকি পাওয়ার যে অভিযোগ উঠেছিল, তা নিয়ে আলোচনা করেন বিচারপতি। আগামী ৩ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।

Advertisement

শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি ছিল। অনুব্রতর আইনজীবী কপিল সিব্বলকে মজার ছলে বিচারপতি বলেন, “কেন্দ্র ও রাজ্য উভয়ে তাঁর (অনুব্রত মণ্ডল) বিরুদ্ধে তদন্ত করতে চায়। আপনার মক্কেল এত ভিআইপি, আপনার গর্ব হওয়া উচিত।” উল্লেখ্য, অনুব্রত মণ্ডল দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। তাঁর জামিনের পথে বারবার কাঁটা হয়ে দাঁড়িয়েছে প্রভাবশালী তত্ত্ব। হাসির ছলে কথাবার্তার মাধ্যমে যে সেকথাই আরও একবার মনে করালেন বিচারপতি, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আগামী ৩ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

[আরও পড়ুন: অশান্তি করেও হার বিজেপির, নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় ভোটে ১২ আসনেই জয়ী তৃণমূল]

গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে তদন্তের আরজিতে সায় দিয়েছে রাউজ অ্যাভিনিউ আদালত। যদিও আগামী ৯ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে নিয়ে যাওয়া যাবে না বীরভূম জেলা তৃণমূল সভাপতি। সম্প্রতি বীরভূমের দুবরাজপুরে পুরনো মামলায় খুনের চেষ্টার অভিযোগ ওঠে। এই মর্মে এফআইআর দায়ের হয়। ওই মামলায় বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন অনুব্রত। শুক্রবার হাই কোর্ট সেই মামলারই কেস ডায়েরি চায়। পাশাপাশি এদিনের শুনানিতে আসানসোল সিবিআই আদালতের বিচারকের হুমকি চিঠি পাওয়ার প্রসঙ্গও তোলেন বিচারপতি। এই হুমকি চিঠি নিয়ে রাজ্য ঠিক কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চায় হাই কোর্ট।

[আরও পড়ুন: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে বড় সাফল্য রাজ্যের, হাজার কোটি ছাড়াল ঋণদানের অঙ্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement