shono
Advertisement
Anupam Kher

অবসাদে অনুপম খের, কঠিন সময়ের কথা নিজেই জানালেন অভিনেতা

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঠিন পরিস্থিতির কথা তুলে ধরলেন অনুপম।
Posted: 02:52 PM May 07, 2024Updated: 02:53 PM May 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসাদে বলিউড অভিনেতা অনুপম খের। তবে এই মুহূর্তে মানসিক দিক দিয়ে কিছুটা সুস্থ হলেও, কয়েক বছর আগে পরিস্থিতি ছিল শোচনীয়। সেই কঠিন সময়ের কথা এতদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখলেও, এবার প্রকাশ্যে আনলেন সেই অন্ধকার সময়ের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঠিন পরিস্থিতির কথা তুলে ধরলেন অনুপম।

Advertisement

সাক্ষাৎকারে অনুপম বলেন, ''রাতে ঘুমোতে পারতাম না। অদ্ভুত একটা পরিস্থিতি হয়েছিল। মনে হত, কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছি। একেবারে জীবনটা থেমে ছিল। কাজ করতাম, তবে মন লাগত না। লুকিয়ে লুকিয়ে কাঁদতাম।''

[আরও পড়ুন: লোকসভা ভোটের মাঝেই বিজেপিতে যোগ দিলেন শেখর সুমন]

অনপুম আরও জানান, ''শিকাগোতে গিয়ে একটি স্লিপ-স্টুডিয়োতে কয়েকজন চিকিৎসকের সঙ্গে দেখা করি। তার প্রায় ২ বছর পরে আমি আমার চিকিৎসকের কাছে যাই এবং চোখের জন্য এমন ওষুধ দিতে বলি, যাতে জোরালো আলোয় শুটিং করতে পারি। তখন তিনি বলেন, আমার মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত।''

জানা গিয়েছে অভিনেতা ‘ম্যানিক-ডিপ্রেশন’-এ আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসক অভিনেতাকে বলেছিলেন, ‘‘সব বিষয়ে আপনি অতিরিক্ত আশাবাদী আর এটাই আপনার অবসাদ।’’

অনুপম জানান, ''আসলে নিজের মনের চিকিৎসা নিজের হাতে রয়েছে। নিজের কাঁধ থেকে ভারগুলো ঝেরে ফেলতে হবে। আসলে একাকীত্বটা কখনই উদযাপন করা উচিত নয়।''

[আরও পড়ুন: ‘গণিকা-বেশ্যালয়কে মহিমান্বিত করার কী আছে?’, ‘হীরামাণ্ডি’ নিয়ে বিতর্কিত কথা বিবেক অগ্নিহোত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তখন তিনি বলেন, আমার মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত।''
  • এবার প্রকাশ্যে আনলেন সেই অন্ধকার সময়ের কথা।
Advertisement