সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেড়া ক’বার বেলতলায় যায়, তা জানিয়ে গিয়েছিলেন সুকুমার রায় (Sukumar Roy)। এবার ভিন্ন সুর শোনা গেল অনুপম খেরের (Anupam Kher) কণ্ঠে। মাথায় চুল না থাকার যে কী জ্বালা, তা ভাল করেই জানেন বলিউডের ৬৬ বছরের অভিনেতা। সেই ট্র্যাজেডিকে কমেডিতে পরিণত করেছেন তিনি। নেড়াদের জন্য অ্যান্থেম তৈরি করেছেন অনুপম। তাই গেয়ে শোনালেন নিজের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলের অনুগামীদের।
[আরও পড়ুন: দালাল স্ট্রিটে ‘দ্য বিগ বুল’-এর দাপাদাপি, প্রকাশ্যে অভিষেক বচ্চনের নতুন ছবির ট্রেলার]
বলিউডে খ্যাতি পেতে আটের দশকের শুরুতে মুম্বই এসেছিলেন অনুপম খের। অল্প বয়সেই তাঁর মাথার চুল পড়ে যায়। সেই সময় মাথায় টাক পড়ে যাওয়া এক উঠতি অভিনেতার বলিউডে (Bollywood) ভাল কাজ পাওয়া প্রায় অসম্ভব ছিল। ব্যর্থতার সেই ব্যথাকেই কৌতুকরসে মুড়ে গানটি তৈরি করেছিলেন অনুপম। এর আগে অনেক আড্ডায়, অনুষ্ঠানে একাধিকবার গানটি গেয়েছেন অভিনেতা। এবার ইনস্টাগ্রামের অনুরাগীদেরও শোনাতে ইচ্ছে হল। তাই নিজেই বসে পড়েন ক্যামেরার সামনে।
বিমল রায়ের প্রযোজনায় ছয়ের দশকে হিন্দিতে ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala) ছবিটি তৈরি করেছিলেন পরিচালক হেমেন গুপ্ত। ছবিতে কাবুলিওয়ালা হয়েছিলেন প্রখ্যাত অভিনেতা বলরাজ সাহনি। তাঁর জন্য ‘অ্যায় মেরে প্যায়ারে বতন’ গানটি গেয়েছিলেন মান্না দে। সেই গানটিকে নকল করেই নতুন এই গানটি তৈরি করেছেন অনুপম। গানে অকালে চুল পড়ে যাওয়া মানুষদের বেদনার কথা তুলে ধরেছেন তিনি। তবে নিজের নেড়া মাথা নিয়ে বেশ খুশি বলেই জানান অভিনেতা। কারণ এই টাক মাথার জন্যই তিনি ‘সারাংশ’-এর মতো সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল মহেশ ভাট (Mahesh Bhatt) পরিচালিত ছবিটি। একাধিক ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিল ‘সারাংশ’। পেয়েছিল একটি জাতীয় পুরস্কারও।