shono
Advertisement

বিসিসিআই-এর দ্বিতীয় কনিষ্ঠতম সভাপতি অনুরাগ

বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই শশাঙ্ক মনোহরের উত্তরসূরি হয়ে গেলেন হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি৷ অনুরাগ প্রেসিন্ডেন্ট হতেই খবর ছড়িয়ে পড়ে যে তিনিই ভারতীয় বোর্ডের কনিষ্ঠতম সভাপতি৷ আসলে তেমনটা নয়৷ The post বিসিসিআই-এর দ্বিতীয় কনিষ্ঠতম সভাপতি অনুরাগ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:51 PM May 22, 2016Updated: 02:10 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমনটা ভাবা হয়েছিল, তেমনটাই হল৷ রবিবার সরকারিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে আসিন হলেন অনুরাগ ঠাকুর৷ বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই শশাঙ্ক মনোহরের উত্তরসূরি হয়ে গেলেন হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি৷ অনুরাগ প্রেসিন্ডেন্ট হতেই খবর ছড়িয়ে পড়ে যে তিনিই ভারতীয় বোর্ডের কনিষ্ঠতম সভাপতি৷ আসলে তেমনটা নয়৷
৩৩ বছর বয়সে এই পদ পেয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও রাজনীতিবিদ তথা বরোদার শেষ মহারাজা ফতেসিংরাও প্রতাপরাও গায়কোয়াড়৷ ৪১ বছরের অনুরাগ হলেন দ্বিতীয় কনিষ্ঠতম সভাপতি৷ রবিবার বোর্ডের বিশেষ সাধারণ বৈঠকে সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করলেন বোর্ডের সহ-সভাপতি সি কে খান্না৷ বৈঠক শুরুর আগে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আইসিসি-র বর্তমান চেয়ারম্যান মনোহর ও বিসিসিআই কর্তারা৷

Advertisement


আইসিসি-র প্রথম স্বাধীন চেয়ারম্যান পদে আসিন হতেই বিসিসিআই-এর সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মনোহর৷ তারপরই বোর্ডের পরবর্তী সভাপতির খোঁজ শুরু হয়৷ পছন্দের তালিকায় অনুরাগের পাশাপাশি ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও৷ তবে শনিবার পূর্বাঞ্চলের বাংলা, অসম, ত্রিপুরা, এনসিসি ও ঝাড়খণ্ড অ্যাসোসিয়েশন অনুরাগের মনোনয়নপত্রে স্বাক্ষর করে৷ ফলে বিনা প্রতিযোগিতাতেই বোর্ড সচিব থেকে সভাপতি হয়ে গেলেন অনুরাগ৷ এমসিএ প্রেসিডেন্ট অজয় শিরকে হলেন নয়া বোর্ড সচিব৷

The post বিসিসিআই-এর দ্বিতীয় কনিষ্ঠতম সভাপতি অনুরাগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement