সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi Mosque) প্রাপ্ত শিবলিঙ্গের উপাসনা করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলেন শিব ভক্তরা। কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে জ্ঞানবাপী মসজিদের ভিডিওগ্রাফি করা হয়েছিল। তারপরেই মসজিদের ওজুখানা সংলগ্ন এলাকায় শিবলিঙ্গ পাওয়া যায়। যদিও সেই মূর্তিতে পুজো করার অনুমতি পাওয়া যায়নি। সেই অনুমতি চেয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি দল।
এই দলের প্রেসিডেন্টের তরফে বলা হয়েছে, যে জায়গায় শিবলিঙ্গ (Shivling) পাওয়া গিয়েছে, সেখানে উপাসনা করার অনুমতি দিতে হবে। সংবিধানেই নিজের ধর্ম পালনের স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনেই এহেন আবেদন করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, শিবলিঙ্গ সংলগ্ন এলাকায় নিয়মিত ওজু করছেন মুসলিমরা। সেই কারণে শিব ক্ষুব্ধ হবেন বলে অভিমত দলের প্রেসিডেন্টের। সেই সঙ্গে ভক্তরাও কষ্ট পাবেন বলে উল্লেখ করা হয়েছে পিটিশনে।
[আরও পড়ুন: পাক ‘গুপ্তচর’-এর সঙ্গে একমঞ্চে, ছবি দেখিয়ে দাবি বিজেপির, অস্বীকার আনসারির]
শীর্ষ আদালতে আবেদন করার পাশাপাশি অযোধ্যায় রামমন্দির (Ayodhya Ram Temple) মামলার রায়ের কথা টেনে আনা হয়েছে। বাবরি মসজিদ ভাঙা মামলায় রায় দিতে গিয়ে আদালত জানিয়েছিল, একবার কোনও স্থানে মন্দির তৈরি হয়ে গেলে সেই স্থানের পবিত্রতা নষ্ট করা যায় না। মন্দির ভেঙে ফেললেও সেই জায়গার মর্যাদা চলে যায় না। তাছাড়া বহু ঐতিহাসিক নথিপত্রে লেখা রয়েছে, শিবমন্দির ধ্বংস করেই জ্ঞানবাপী মসজিদ তৈরি হয়েছিল। সেই কারণেই মসজিদ চত্বরে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। তাই যে স্থানে শিবলিঙ্গ রয়েছে, সেখানে ভক্তদের উপাসনা করারও অধিকার থাকা উচিত।
বারাণসীর স্থানীয় আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদের কিছু অংশ বন্ধ করে রাখা হয়েছিল। তবে তার ফলে মুসলিমদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে কোনও বাধা দেওয়া হয়নি। তবে এর আগেও শিবলিঙ্গের পুজো করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান। তবে শীর্ষ আদালতে এই প্রথমবার পুজো করার অনুমতি চেয়ে আবেদন জানানো হল।