সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমফানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পাশাপাশি কোমর বেঁধে নেমেছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও (NGO)। তাই সোমবার টুইটে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। ত্রাণ বিলিতেও রাজনীতি করছে রাজ্য, এমন অভিযোগ তুলে ফের বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
২০ মে ঘূর্ণিঝড় আমফানের দাপটে গোটা রাজ্যের চিত্রটাই পালটে গিয়েছে। ভিটে হারিয়েছেন বিভিন্ন প্রান্তের বহু মানুষ। তবে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সুন্দরবনবাসীরা। ভিটে হারিয়ে অধিকাংশের ঠাঁই হয়েছে নদীবাঁধে। খাবার তো দূর-অস্ত পানীয় জলটুকুও ছিল না। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সুন্দরবনবাসীর পাশে দাঁড়িয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। খাবার থেকে শুরু করে, বাঘ তাড়াতে হ্যারিকেন, সাধ্য মতো সব কিছু ব্যবস্থাই করেছেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতেই সোমবার টুইটে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকাণ্ডের প্রশংসা করেন ধনকড়। স্বেচ্ছাসেবী সংস্থা ছাড়াও যারা ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলেন তাঁদেরও ধন্যবাদ জানান তিনি।
[আরও পডুন: মেট্রোতেও সফরসঙ্গী সাধের সাইকেল! যুবকের কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা]
পাশপাশি, এদিনও ত্রাণ বিলি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কাঠগড়ায় তোলেন রাজ্যপাল। এই সংকটকালেও ত্রাণ নিয়ে রাজনীতি হচ্ছে, ফের এমনই অভিযোগ করেন তিনি। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেন রাজনীতি দূরে সরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর। প্রসঙ্গত, রাজ্য-রাজ্যপালের সম্পর্ক কোনওদিন সুমধুর ছিল না। বারবার বিভিন্ন প্রসঙ্গে রাজ্যকে বিঁধেছেন রাজ্যপাল। পালটা দিয়েছে রাজ্যও। এদিনের টুইটে ফের স্পষ্ট দু’তরফের দ্বন্দ্ব।
[আরও পডুন: বেসরকারি স্কুলের ফি কি বাড়ছে? সিদ্ধান্ত জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি দিল কর্তৃপক্ষ]
The post ‘আমফান বিধ্বস্ত এলাকায় NGO’র কাজ প্রশংসনীয়, রাজনীতি করছে রাজ্য’, খোঁচা রাজ্যপালের appeared first on Sangbad Pratidin.