shono
Advertisement

জাপানের ফুকুয়োকা পুরস্কারে ভূষিত রহমান

সঙ্গীতে তাঁর অসাধারণ কীর্তির জন্য ফুকুয়োকা গ্র্যান্ড প্রাইজ পাচ্ছেন এ আর রহমান৷ The post জাপানের ফুকুয়োকা পুরস্কারে ভূষিত রহমান appeared first on Sangbad Pratidin.
Posted: 09:10 PM Jun 02, 2016Updated: 03:40 PM Jun 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড থেকেই হলিউড৷ তাঁর প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন সবাই৷ জাতীয় পুরস্কার থেকে অস্কার, বাফটা সবই রয়েছে তাঁর ঝুলিতে৷ এই তালিকায় যুক্ত হল ফুকুয়োকা পুরস্কার৷ জাপানের এই বিখ্যাত পুরস্কার উঠতে চলেছে সঙ্গীত পরিচালক এ আর রহমানের হাতে৷

Advertisement

জাপানের ফুকুয়োকা শহরের ইকাটোপিয়া ফাউন্ডেশনের তরফে দেওয়া হয় এই পুরস্কার৷ যাতে প্রধানত তিনটি বিভাগ থাকে গ্র্যান্ড প্রাইজ, অ্যাকাডেমিক প্রাইজ এবং আর্টস ও কালচার প্রাইজ৷ যার মধ্যে সঙ্গীতে তাঁর অসাধারণ কীর্তির জন্য গ্র্যান্ড প্রাইজ পাচ্ছেন এ আর রহমান৷

ভারতীয়দের মধ্যে এর আগে এই পুরস্কার উঠেছে কিংবদন্তি সেতারবাদক রবি শংকর, নৃত্যশিল্পী সুব্রমন্যম, ইতিহাসবিদ রোমিলা থাপার, সরোদবাদক উস্তাদ আমজাদ আলি খান ও ইতিহাসবিদ রামচন্দ্র গুহর হাতে৷ গতবছরই ফুকুয়োকা পুরস্কার পেয়েছেন রামচন্দ্র৷ এবারে পালা রহমানের৷

The post জাপানের ফুকুয়োকা পুরস্কারে ভূষিত রহমান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement