shono
Advertisement

‘শেষ বিশ্বকাপ খেলে ফেলেছি’, ঘোষণা করেও মেসির মুখে ‘দেখি কী হয়’

একটি ভিডিও সাক্ষাৎকারে ঠিক কী বলেছেন এলএম টেন?
Posted: 11:05 AM Jun 14, 2023Updated: 11:05 AM Jun 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) চ‌্যাম্পিয়ন হওয়ার পর তিনি জানিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তবে কখনও বলেননি, দেশের হয়ে আর খেলবেন না। সেই অনুযায়ী, তিনি আর্জেন্টিনা দলের সঙ্গে চিনে এসেছেন প্রদর্শনী ম‌্যাচ খেলতে। হয়তো পরবর্তী কোপা আমেরিকাতেও খেলবেন। কিন্তু ২০২৬ ফুটবল বিশ্বকাপ যে আর্জেন্টিনার হয়ে আর খেলবেন না, সে কথা আরও একবার জানিয়ে দিলেন লিওনেল মেসি।

Advertisement

মঙ্গলবার একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘‘আমি আগেও একথা বলেছি যে, ২০২৬ বিশ্বকাপ মনে হয় না খেলব। একথা আরও একবার বলছি। ২০২২ বিশ্বকাপই ছিল আমার শেষ বিশ্বকাপ।’’ আর্জেন্টিনার সমর্থক, সতীর্থ এবং কোচ লিওনেল স্কালোনি আশায় ছিলেন, মেসি হয়তো তাঁর মত পরিবর্তন করবেন। এবং ২০২৬ বিশ্বকাপে খেলবেন। কিন্তু সে আশা হয়তো আর পূরণ হওয়ার নয়। যদিও নিজের মন্তব্যে কোথাও একটা ‘কিন্তু’ রেখে দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: বৃষ্টি হলেও কমবে না অস্বস্তি, দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা? জানাল হাওয়া অফিস]

আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। এই সাক্ষাৎকারে মেসি (Lionel Messi) পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগের সিদ্ধান্তেই তিনি অটল আছেন। তাঁর বক্তব‌্য, ‘‘আমি মনে করি না পরবর্তী বিশ্বকাপে আমি খেলব। কিন্তু জানি না ভবিষ‌্যতে কী হবে। তবে এখনও পর্যন্ত আমার মনোভাবের কোনও পরিবর্তন হয়নি।’’ অর্থাৎ আর্জেন্টিনার মহাতারকা অতীতে যা বলেছিলেন, তার সঙ্গে এদিনের সাক্ষাৎকার কার্যত একই। তবে ভবিষ্যৎ নিয়ে এখনও যে ১০০ শতাংশ নিশ্চিত নয়, তার ইঙ্গিতও দিয়ে রেখেছেন। সেই আশাতেই বুক বেঁধে থাকবেন তাঁর অগণিত ভক্ত।

এমনিতে, ২০২৬ বিশ্বকাপ এখনও তিন বছর বাকি। সেই সময় মেসির বয়স হবে ৩৯ বছর। তাই বাস্তবতার দিক থেকে দেখতে গেলে তাঁর পক্ষে ২০২৬ বিশ্বকাপ খেলা বেশ কঠিন। তবে তিনি তো মেসি। কী অতিমানবিক কাণ্ড ঘটিয়ে ফেলেন, কে বলতে পারে!

[আরও পড়ুন: মুসলিম তরুণীকে প্রেমের নৃশংস ‘শাস্তি’! যুবককে খুন করে আট টুকরো করা হল দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement