shono
Advertisement

Breaking News

মনোমালিন্য শেষ, ফের সলমনের জন্য গাইবেন অরিজিৎ

এই মিলমিশ হওয়ারই ছিল! অরিজিতের ফেসবুক পোস্টেই ছিল সেই ইঙ্গিত! The post মনোমালিন্য শেষ, ফের সলমনের জন্য গাইবেন অরিজিৎ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:24 PM Aug 19, 2016Updated: 01:54 PM Aug 19, 2016

শম্পালী মৌলিক: সলমন খানের জন্য ফের গাইবেন অরিজিৎ সিং? তবে কি সন্ধি?
সেরকমটাই এখন কান পাতলে শোনা যাচ্ছে বলিউডের অন্দরমহলে। সূত্রের খবর অনুযায়ী অরিজিৎ সিং আবার সলমন খানের জন্য গাইতে পারেন।
অবশ্য এরকম কত খবরই তো ছড়িয়ে যায় বলিউডের হাওয়ায় হাওয়ায়। বিশেষ করে অভিমান ভেঙে কাছে আসার খবর! তা সে বন্ধুত্বই হোক বা প্রেম!
তবে, এবার খবর বেশ জোরালো! শোনা যাচ্ছে, আগের ফেসবুকে লড়াই, পরস্পরকে ব্লক করা- এ সব রটনা সরিয়ে এবার না কি তাঁরা ফের জুড়ছেন। নিজেই এক সাক্ষাৎকারে সে কথা কবুল করেছেন গায়ক। যখন তাঁর সঙ্গে সলমন খানের সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রশ্ন ওঠে, ব্যাপারটা ঝেড়ে অস্বীকার করেন তিনি। ”না না, মোটেও আমাদের মধ্যে তেমন কোনও তিক্ততা নেই! খুব তাড়াতাড়িই সলমন খানের জন্য গান রেকর্ড করছি! পাকা খবর সময় হলেই পাবেন”, বলেছেন অরিজিৎ সিং।

Advertisement

এই সেই চিঠি যার মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ

অবশ্য নিন্দুকরা বলছেন, এই মিলমিশ হওয়ারই ছিল! অরিজিতের ফেসবুক পোস্টেই ছিল সেই ইঙ্গিত! যখন তিনি সলমনের স্তুতি করে লিখেছিলেন, ‘থারে য্যায়সা না কোই’! সেই ফেসবুক পোস্ট পরে অবশ্য মুছেও দেন গায়ক। এখন আর তা দেখা যায় না তাঁর ফেসবুকের দেওয়ালে!
যাই হোক, মনোমালিন্য মিটে যাওয়ার খবর সব সময়েই স্বস্তিকর! আনন্দজনকও! আবার যদি সলমন খানের ঠোঁটে শোনা যায় অরিজিতের কণ্ঠস্বরে গান- ভক্তদের কাছে তার চেয়ে আনন্দের আর কী হতে পারে!

The post মনোমালিন্য শেষ, ফের সলমনের জন্য গাইবেন অরিজিৎ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement