সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যিশু-নীলাঞ্জনার পাশাপাশি তাঁদের সম্পর্ক নিয়েও নানা রটনা রটেছে। স্ত্রী সৃজার সোশাল মিডিয়া প্রোফাইলে অর্জুন চক্রবর্তীর ছবি নেই কেন? উঠেছে সেই প্রশ্ন। একসঙ্গে ছবি দিয়েই যেন এই জল্পনায় জল ঢালতে চেয়েছেন সব্যসাচীপুত্র। এবারে বন্ধুত্বের দিনে করলেন বিশেষ পোস্ট। সৃজার সঙ্গে ছবি পোস্ট করেই অতীতের নস্ট্যালজিয়ার স্রোতে গা ভাসালেন অভিনেতা।
শুধু সৃজা নয়, নিজের একাধিক কাছের বন্ধু ও দাদা গৌরবের সঙ্গে ছবি শেয়ার করেছেন অর্জুন। ক্যাপশনে তাঁদের ট্যাগ করে লিখেছেন, "সেই বন্ধু, কাছের মানুষ যারা জীবনকে সহজ করে তোলে। যারা আনন্দের সময়কে আরও আনন্দের এবং কঠিন সময়কে সহজে কাটাতে সাহায্য করেছে। যারা ভালো কিছু করার জন্য সমালোচনা করতেও দ্বিধা করেনি।" স্কুলজীবন থেকেই সৃজা-অর্জুনের নৈকট্য। তার পর বিয়ে এবং মিষ্টি মেয়ের মা-বাবা হওয়া। সেই কথাও নিজের এই ক্যাপশনে স্মরণ করিয়ে দিয়েছেন অর্জুন। সৃজা, গৌরব-সহ নিজের সমস্ত কাছের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।
[আরও পড়ুন: অজান্তেই রেস্তরাঁয় ক্যামেরাবন্দি শাহরুখ, কাকে আগলে রাখছেন?]
৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) মার্কিন মুলুকে গিয়েছিলেন অর্জুন। সেখানে ‘মোস্ট ভার্সেটাইল’ অভিনেতার পুরস্কার পান সব্যসাচীপুত্র। রটনা ছিল, NABC থেকে ফেরার পরই অর্জুন-সৃজার সম্পর্কে তিক্ততা। এমনকী, সৃজার ইনস্টাগ্রাম প্রোফাইলে সাম্প্রতিক অতীতে অর্জুনের কোনও ছবিই দেখা যাচ্ছিল না। গত ২১ জুলাই অবশ্য সৃজার সঙ্গে অতীতের একটি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, "সেই বহির্জগৎ আর প্রায় রৌদ্রজ্জ্বল গ্রিনিচ। বছরের একেবারে শুরুর দিকে যখন আমরা মনে রাখার মতো একটা গরমের ছুটি কাটিয়েছিলাম। মুক্তির সৌন্দর্য আর প্রকৃতির এই প্রশান্তি সত্যিই পরিবর্তনের প্রতীক।"
পরবর্তীকালে সংবাদ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্জুন জানান এই বিষয়টি তাঁর কাছে খুবই কঠিন। এই রকম মানসিক অশান্তি যদি চলে তা হলে কাজ করা মুশকিল। অভিনেতা বলেন, "আমার আর সৃজার ছবি একসঙ্গে নিয়ে হেডলাইন হচ্ছে। ‘ডিভোর্স’ শব্দ ব্যবহার করে লিখে দিচ্ছে। কম পোস্ট করলেও আমরা তো নিজেদের ছবিও একসঙ্গে দিয়েছি।" অর্জুনের এই পোস্ট দেখে অনেকে আবার বলেছেন 'ড্যামেজ কন্ট্রোল'। সেই কথা উঠতেই অভিনেতার জবাব, "কোনও কিছু প্রমাণ করার জন্য আমি সোশাল মিডিয়া ব্যবহার করিনি কোনওদিন। ড্যামেজ কন্ট্রোল করার জন্য ছবি দেব কেন!" জানান, তিনি ও সৃজা আলোচনার মাধ্যমেই এমন গসিপের মোকাবিলা করেন।