সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্জুন তেণ্ডুলকরের জাতীয় দলে নির্বাচনকে ইতিমধ্যেই প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে নেটিজেনদের একাংশ৷ তাঁরা বলছেন, শচীনের ছেলে বলেই পক্ষপাতিত্ব করা হয়েছে অর্জুনের প্রতি৷পারফরম্যান্সের নিরিখে নাকি সুযোগ পাওয়ারই কথা নয় শচীন-পুত্রের৷ এরই মাঝে নেটদুনিয়ায় সমালোচনায় বিদ্ধ ছেলের পাশে দাঁড়ালেন খোদ মাস্টার ব্লাস্টার৷
[জাতীয় দলে সুযোগ শচীন-পুত্র অর্জুনের, অভিষেক শ্রীলঙ্কার বিরুদ্ধে]
ছেলে জাতীয় দলে সুযোগ পাওয়ায় তিনি খুশি৷সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে শচীন বলেছেন, ‘ আমরা খুব খুশি যে অর্জুন জাতীয় অনুর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছে৷ অর্জুনের ক্রিকেট জীবনে এটা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক৷ আমি এবং অঞ্জলী দুজনেই সবসময় অর্জুনের পাশে থাকব৷ ওর সব সিদ্ধান্তে আমরা ওর সঙ্গ দিতে চাই এবং ওর সাফল্য কামনা করি৷’ নেটদুনিয়ার আক্রমণের মাঝে বাবাকে এভাবে পাশে পাওয়া আগামিদিনে অর্জুনকে নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে, মনে করছে ক্রিকেট মহল৷
[রোজগারের ৩৩ শতাংশ দিতে হবে সরকারি তহবিলে, ক্রীড়াবিদদের নির্দেশ সরকারের]
এই প্রথম টিম ইন্ডিয়ার জার্সি গায়ে খেলতে দেখা যাবে শচীন তেণ্ডুলকরের ছেলে অর্জুনকে। অনুর্ধ্ব-১৯ জাতীয় দলে সুযোগ পেলেন শচীন-পুত্র। আগামী মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচ এবং ৫ টি ওয়ান ডে খেলবে টিম ইন্ডিয়া। গত এপ্রিলে বাছাই করা জনা পঁচিশেক অনুর্ধ্ব-১৯ ক্রিকেটার নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই শিবিরে অংশগ্রহণ করেন অর্জুন। জাতীয় অনুর্ধ্ব-১৯ দলের তিন নির্বাচকদের চোখে পড়েন সেখানেই। তারপরই বৃহস্পতিবার ঘোষিত অনুর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন অর্জুন। এর আগে মুম্বইয়ের হয়ে অনুর্ধ্ব-১৬ এবং অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেললেও জাতীয় স্তরে সুযোগ পাননি অর্জুন। ভারতীয় দলের নীল জার্সি গায়ে চাপাবেন শচীন-পুত্র, এ খবর প্রকাশিত হওয়ার পর শুভেচ্ছা বার্তা যেমন আসে তেমনি এক শ্রেণির সমালোচনাও হজম করতে হয় অর্জুনকে। অনেকেই বলতে শুরু করেন পারফরম্যান্সের ভিত্তিতে নয় শচীনের ছেলে বলেই সুযোগ পেয়েছেন অর্জুন। যদিও, সম্প্রতি শেষ হওয়া কোচবিহার ট্রফিতে বল হাতে বেশ নজর কাড়েন অর্জুন। টুর্নামেন্টে মোট ১৫ টি উইকেট দখল করেন বাঁহাতি ফাস্ট বোলার।
The post জাতীয় দলে সুযোগ অর্জুনের, ছেলের সাফল্যে কী বললেন শচীন? appeared first on Sangbad Pratidin.