সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া অবতারে অবতীর্ণ হওয়ার পর পাকিস্তান ও চিন সম্পর্কে নতুন পরিকল্পনা তৈরি করছেন জেনারেল বিপিন রাওয়াত। মঙ্গলবার সকালে তাঁর অবসর উপলক্ষে আয়োজিত ফেয়ারওয়েল পার্টিতে গার্ড অব অনার নেওয়ার পর এই মন্তব্য করলেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ(Chief of Defence Staff)। এর পাশাপাশি পাকিস্তান ও চিন সীমান্তে ভারতীয় সেনা আরও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। অন্যদিকে আজ বিপিন রাওয়াতের জায়গায় দেশের ২৮তম সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
ভারতীয় সেনাপ্রধান হিসেবে আজই শেষদিন ছিল বিপিন রাওয়াতের। নতুন বছরের প্রথমদিন থেকে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব সামলাবেন। নতুন রূপে আত্মপ্রকাশের পর শত্রুদের মোকাবিলায় নয়া কৌশলই ব্যবহার করতে চাইছেন তিনি। গার্ড অব অনারের পর এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আজ সেনাপ্রধানের পদ থেকে অবসর নিচ্ছি আমি। যাওয়ার আগে ভারতীয় সেনার জওয়ান থেকে আরম্ভ করে সমস্ত আধিকারিকদের ধন্যবাদ জানাই। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে তাঁরা যেভাবে দেশরক্ষার কাজে অক্লান্ত পরিশ্রম করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়।’
[আরও পড়ুন: স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, কাশ্মীরে মুক্তি পেলেন ৫ রাজনৈতিক বন্দি]
তাঁকে প্রশ্ন করা হয়, ভারতীয় সেনা কি সীমান্ত এলাকায় শত্রুদের মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে? এর উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, তারা খুব ভালভাবে প্রস্তুত রয়েছে।’ এরপরই উত্তরসূরী মনোজ মুকুন্দ নারাভানেকে শুভেচ্ছা জানিয়ে ভারতীয় সেনার সাফল্যকে তিনি নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলেও আশাপ্রকাশ করেন।
[আরও পড়ুন: ভাঁড়ার শূন্য ‘মহারাজা’র, ৬ মাসেই বন্ধ হয়ে যেতে পারে এয়ার ইন্ডিয়া]
নিজের নতুন দায়িত্ব সম্পর্কে বলতে গিয়ে বিপিন রাওয়াত বলেন, ‘এখনও পর্যন্ত দেশের সেনাপ্রধান হিসেবে আমার দায়িত্ব শেষ হয়নি। নতুন সেনাপ্রধানের হাতে দায়িত্ব হস্তান্তরের পরই তা সম্পূর্ণ হবে। এখন আবার নতুন পদ পাচ্ছি। তাই ভবিষ্যতের জন্য বসে একটি পরিকল্পনা তৈরি করতে হবে।’
The post চিন ও পাকিস্তানকে রুখতে নয়া ছক! অবসরের দিনেই ইঙ্গিত বিপিন রাওয়াতের appeared first on Sangbad Pratidin.