সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত উপত্যকা। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন ৪ জওয়ান। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। জানা গিয়েছে, শহিদ ৪ জওয়ানের মধ্যে রয়েছেন একজন সেনা অফিসার। যদিও তাঁর নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। এই হামলায় আহত হয়েছেন আরও এক জওয়ান।
জানা গিয়েছে, ডোডা টাউন থেকে ৫৫ কিলোমিটার দূরে এক জঙ্গল এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার সন্ধ্যেয় গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএস, সেনা ও পুলিশের যৌথ বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন পিছু হঠবার জায়গা না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের গুলির লড়াই চলার পর এলাকা ছেড়ে পালাতে শুরু করে জঙ্গিরা। উঁচু এলাকা ও ঘন জঙ্গল সত্ত্বেও তাঁদের ধাওয়া করেন জওয়ানরা। এই অবস্থায় ফের জঙ্গলের মধ্যে শুরু হয় গুলির লড়াই। তাতেই আহত হন এক সেনা অফিসার-সহ ৫ জওয়ান।
[আরও পড়ুন: অসমে CAA-তে আবেদনকারী মাত্র ৮ জন, পরিসংখ্যান দিয়ে নির্বাসনের হুঁশিয়ারি হিমন্তের]
দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন। সেনা সূত্রে জানা যাচ্ছে, ওই এলাকায় একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে। সেনার উপর জঙ্গিদের এহেন মারণ হামলার পর বিশাল সংখ্যায় ওই অঞ্চলে ফোর্স মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের নিকেশ করতে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।
[আরও পড়ুন: রাজ্যসভায় ‘জয় হিন্দ’, ‘বন্দেমাতরম’-এ ‘না’! নয়া বিজ্ঞপ্তি ঘিরে তুঙ্গে বিতর্ক]
এদিকে সাম্প্রতিক সময়ে উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা যে ব্যাপকভাবে বেড়েছে তা অস্বীকার করার কোনও জায়গা নেই। যার জেরে জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। কাঠুয়া, ডোডা, কুলগাম-সহ একাধিক এলাকায় চলতি মাসেই সেনা বাহিনীর উপর হয়েছে জঙ্গি হামলা। কখনও সেনা কনভয়ে, কখনও আবার সেনা গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে গোলাগুলি। যার জেরে শহিদ হয়েছেন হয়েছেন একাধিক জওয়ান। সরকারি পরিসংখ্যান বলছে, গত তিন বছরে জম্মুতে জঙ্গি হানায় ওই নিয়ে ৪৭ জন জওয়ানের মৃত্যু হয়েছে।