সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ (Eid-ul-Fitr)। কিন্তু জম্মু ও কাশ্মীরের (J&K) পুঞ্চের এক গ্রাম সিদ্ধান্ত নিয়েছে, এবার তারা ইদে কোনও রকম উদযাপন করবে না। আসলে সাঙ্গিয়োটে নামের ওই গ্রামের দিকেই যাচ্ছিল ভারতীয় সেনার সেই ট্রাক, যেটি জঙ্গি হামলার শিকার হয়েছিল। ঘটনায় পাঁচ জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই শোকের ছায়াতেই ডুবে রয়েছে সাঙ্গিয়োটে গ্রাম। শনিবার খুশির ইদেও তাই সেই গ্রামকে ঢেকে রেখেছে বিষণ্ণতা।
ওই ট্রাকে করে নিয়ে ইফতারের জন্য ফল ও অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার পার্টির আয়োজন হওয়ার কথা ছিল। সেই পার্টিরই জন্য ওই সামগ্রীগুলি নিয়ে যাওয়া হচ্ছিল সেনার ট্রাকে। সাঙ্গিয়োটে গ্রামের সরপঞ্চ মুখতিয়াজ খান জানাচ্ছেন, ”আমাদের পাঁচ জওয়ান যেভাবে দুর্ঘটনায় শহিদ হয়েছেন, এরপর আর কীসের ইফতার! সোশ্যাল মিডিয়ায় খবরটা ছড়িয়ে পড়ার পর থেকেই গোটা গ্রামে শোক নেমে এসেছে।”
[আরও পড়ুন: ‘বাড়ির লোক পাগল প্রমাণের চেষ্টা করছে’, অশান্তির জন্য ‘পালিয়ে’ দিল্লিতে! নয়া দাবি মুকুলের]
জানা গিয়েছে, একটি ট্রাকে চেপে যাচ্ছিলেন একদল জওয়ান। ভট্ট দুরিয়ান ফরেস্টের কাছে এসে হঠাৎই আগুন ধরে যায় সেনার (Indian Army) ট্রাকে। চলন্ত অবস্থাতেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, কার্যত আগুনের গোলায় পরিণত হয়েছে সেনার ট্রাকটি। আগুনের তীব্রতা বেশি থাকার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে বলেও অনুমান। এখনও পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে এই হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে।