shono
Advertisement

Breaking News

হিন্দু নারীদের অপমান! শশী থারুরের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা

গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে কী বলছেন কংগ্রেস সাংসদ? The post হিন্দু নারীদের অপমান! শশী থারুরের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:58 AM Dec 22, 2019Updated: 08:59 AM Dec 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে অভিযোগ, তাঁর লেখা বইতে হিন্দু নারীদের অপমান করা হয়েছে। তিরুবনন্তপুরম আদালত বিতর্কিত রাজনীতিকের বিরুদ্ধে জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা।

Advertisement

ইংরাজি সাহিত্যে শশী থারুরের দক্ষতা সত্যিই ঈর্ষণীয়। কংগ্রেস সাংসদ বহু বই লিখেছেন। তাঁর সাফল্যের ঝুলিতে রয়েছে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারও। ‘অ্যান এরা অফ ডার্কনেস: দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া’ বইটির জন্য তিনি এই পুরস্কার পান। থারুরের বইটি ২০১৬ সালে প্রকাশিত হয়েছিল। ইংরেজদের শাসনকালে কীভাবে আমরা শোষিত হয়েছি তারই উল্লেখ রয়েছে ‘অ্যান এরা অফ ডার্কনেস: দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া’ বইটিতে। তবে এবার তাঁরই লেখা বই নিয়ে মাথাচাড়া দিল বিতর্ক। শশী থারুরের যে বইটি ঘিরে এত আলোচনা তার নাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল’। ১৯৮৯ সালে এই বইটির প্রথম সংস্করণ বেরোয়। অভিযোগ, কংগ্রেস সাংসদ শশী থারুর এই বইটির মাধ্যমে হিন্দু নারীদের অপমান করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। সূত্রের খবর, কেরলের তিরুবনন্তপুরম আদালতে ওই মামলায় হাজিরা দেননি কংগ্রেস সাংসদ। এমনকী মামলার শুনানির সময় তাঁর আইনজীবীও আদালতে উপস্থিত ছিলেন না। তাই স্বাভাবিকভাবে আদালতের নির্দেশ উপেক্ষা করার অভিযোগে তিরুবনন্তপুরম আদালতের তরফে শশী থারুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

যদিও কংগ্রেস সাংসদের পক্ষ থেকে শোনা যাচ্ছে আদালতের পালটা সুর। তাঁর তরফে দাবি করা হয়েছে, “আদালতে যে মামলার শুনানি হবে তা জানা গিয়েছিল। সমন এসে পৌঁছেছিল। তবে কখন, কবে হাজিরা দিতে সেই সংক্রান্ত দিনক্ষণ ওই সমনে উল্লেখ ছিল না। পরে আর সংশোধিত কোনও সমন পাঠানো হয়নি। তাই বাধ্য হয়েই মামলার শুনানিতে উপস্থিত থাকা সম্ভব হয়নি। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে যদিও নড়েচড়ে বসেছেন কংগ্রেস সাংসদের আইনজীবী। তাঁর দাবি, আগামী সোমবার আদালতে গোটা বিষয়টি জানানো হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী কংগ্রেস সাংসদের তরফে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।

[আরও পড়ুন: CAA নিয়ে বোঝাতে ১০ দিনে তিন কোটি পরিবারের দ্বারস্থ হচ্ছে বিজেপি]

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না কংগ্রেস সাংসদের। এর আগে শনিবার সকালে কোঝিকোড়ে CAA বিরোধী মিছিলের আয়োজন করেছিল কংগ্রেস। আর সেই মিছিলের প্রচারের জন্যই একটি পোস্টার বানিয়েছিল শিবির। সেই পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে চেয়েছিলেন শশী। কিন্তু তাতে ভারতীয় মানচিত্রের নকশা ভুল ছিল। ফলে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। মানচিত্র বিভ্রাটের রেশ কাটতে না কাটতে এবার কংগ্রেস সাংসদের বিরুদ্ধে উঠল নিজের লেখনীর মাধ্যমে হিন্দু নারীদের অপমানের অভিযোগ।

The post হিন্দু নারীদের অপমান! শশী থারুরের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement