shono
Advertisement

‘জাগুয়ার চালাচ্ছিল না আরসালান পারভেজ’, লাউডন স্ট্রিট কাণ্ডে নয়া মোড়

পারিবারিক চক্রান্ত নাকি পুলিশি গাফিলতি, জাগুয়ার দুর্ঘটনা কাণ্ডে প্রশ্নের ভিড়৷ The post ‘জাগুয়ার চালাচ্ছিল না আরসালান পারভেজ’, লাউডন স্ট্রিট কাণ্ডে নয়া মোড় appeared first on Sangbad Pratidin.
Posted: 05:52 PM Aug 21, 2019Updated: 06:57 PM Aug 21, 2019

অর্ণব আইচ:  লাউডন স্ট্রিটে জাগুয়ার দুর্ঘটনা কাণ্ডে নয়া মোড়৷ আরসালান পারভেজ নয়, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুই বাংলাদেশিকে পিষে মারে তার দাদা রাঘিব৷ শহরের অন্তত ৪০- ৪৫টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই তথ্য হাতে এসেছে পুলিশের৷ পারিবারিক চক্রান্ত নাকি পুলিশি গাফিলতির শিকার আরসালান? জাগুয়ার দুর্ঘটনা কাণ্ডে এমনই নানা প্রশ্নের ভিড়৷

Advertisement

[আরও পড়ুন: বিনা নথিতেই ভারতে প্রবেশ, কলকাতায় পুলিশের জালে বাংলাদেশের ৫ নাগরিক]

শুক্রবার রাত বারোটা নাগাদ কালো রংয়ের জাগুয়ারে সওয়ার হয়ে বাড়ি থেকে বেরোয় নামী রেস্তরাঁর মালিকের ছেলে আরসালান৷ ঠিক ১২টা ৫০ মিনিটে তার গাড়ির চাকায় পিষ্ট হয়ে পথেই দুই বাংলাদেশির মৃত্যু হয়৷ সিসিটিভির সূত্র ধরে এই ঘটনায় কলকাতার নামী রেস্তরাঁর মালিকের ছেলে আরসালানকে গ্রেপ্তার করা হয়৷ ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে আপাতত পুলিশ হেফাজতে রয়েছে সে৷

জাগুয়ার কাণ্ডের পাঁচদিনের মাথায় বদলে গিয়েছে গোটা ঘটনা৷ অন্তত এমনটাই দাবি জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মার৷ সাংবাদিক বৈঠক করে তিনি জানান, আরসালান পারভেজ নয়, এই কাণ্ড ঘটিয়েছে তার দাদা রাঘিব পারভেজ৷ ময়দানের দিক থেকে লাউডন স্ট্রিট এবং থিয়েটার রোডের সংযোগস্থল পর্যন্ত প্রায় ৪০-৪৫টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা৷ তাতেই ভুল ভাঙে পুলিশের৷ তদন্তকারীরা বুঝতে পারেন আরসালান নন, এই ঘটনায় দায়ী রাঘিব৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরেরদিন এক মামার সাহায্যে বিমানে চড়ে দুবাইতে চলে যায় রাঘিব৷ সেখানেই গা ঢাকা দিয়েছিল সে৷ বুধবারই শহরে পা রাখে রাঘিব৷ গোপন সূত্রে সে খবর পৌঁছয় পুলিশের কাছে৷ বেপরোয়া গাড়ির ধাক্কায় দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বুধবার ২.৫০ মিনিট নাগাদ রাঘিবকে গ্রেপ্তার করা হয়েছে৷ অপরাধীকে সাহায্য করার অভিযোগে পুলিশ তার মামাকেও গ্রেপ্তার করেছে৷

[আরও পড়ুন: ব্যস্ত সময়ে দমদম স্টেশনে মেট্রো বিভ্রাট, দরজা খুলেই ছুটল এসি রেক]

এত বড় ঘটনায় কীভাবে অভিযুক্ত বদল হয়ে গেল? পুলিশি গাফিলতিতেই কি  দুর্ঘটনায় দায় পড়ল আরসালানের ঘাড়ে?  প্রশ্ন উঠেছে। তবে আরসালানের দাবি ঘিরে তৈরি হয়েছে জটিলতা৷ আরসালানের দাবি, বাবা আখতার পারভেজের কথাতেই দাদার দোষ ঘাড়ে নেয় সে৷ তবে কি পারিবারিক চক্রান্তের শিকার আরসালান?  লাউডন স্ট্রিট কাণ্ডে মাথাচাড়া দিচ্ছে সেই প্রশ্নও৷

The post ‘জাগুয়ার চালাচ্ছিল না আরসালান পারভেজ’, লাউডন স্ট্রিট কাণ্ডে নয়া মোড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement